১মিনিটে ধরে ফেলুন আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে পছন্দ করে কিনা

১মিনিটে ধরে ফেলুন আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে পছন্দ করে কিনা-

হাই বন্ধুরা, স্বাগতম আমাদের চিরকুট পরিবারে। বন্ধুরা বিভিন্ন মনো বিজ্ঞানীরা বলেছেন, যে মেয়েদের মন বোঝা খুব কঠিন কাজ। আবার অনেকেই বলেছেন এটা অসম্ভব। কোন মেয়ে যদি বারবার আপনার দিকে তাকায় এবং স্মাইল পাস করে তাহলে আমরা সবাই জানি যে এর অর্থ মেয়েটি আপনাকে পছন্দ করে। বাট আপনি সেই কথাটা ডিরেক্ট মেয়েকে জিজ্ঞেস করে দেখুন সে আপনার মুখের উপর না বলবে। আর এই জন্য আমরা সহজেই বুঝতে পানি না যে কোন মেয়ে আমাদের লাইক করলে তার মাঝে কি কি লক্ষণ দেখা যায়। আর এমনটা প্রায় ছেলের সাথেই হয়। যে আমরা কোনো মেয়েকে পছন্দ করি অথচ এটা বুঝতে পারি না যে সেও আমাদের পছন্দ করে কি না। তো বন্ধুরা আজকে আমরা আপনাদের এমন কিছ লক্ষণ বলে দিবো যে লক্ষণগুলো আপনি আপনার পছন্দের মানুষের মাঝে দেখতে পেলে আপনি এটা শিওর হবেন যে সেও আপনাকে পছন্দ করে। তো চলুন কথা না বাড়িয়ে লক্ষণগুলো দেখে নেওয়া যাক। 

১। চোখা চোখি করা: বন্ধুরা মেয়িটি যদি আপনাকে লাইক করে তাহলে সবচাইতে লক্ষণীয় যে বিষয় সেটা হলো যে সে আপনার দিকে বারবার তাকাবে। আপনারা যত লোকের ভিড়েই থাকুন না কেনো আপনি যখনই তার দিকে তাকাবেন দেখবেন সেও আপনার দিকে তাকিয়ে আছে। তো বন্ধুরা এই তাকানোর মাঝে আপনার দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক আপনি যখন তার দিকে তাকাবেন তখন সে আপনাকে তাকানো দেখে তার চেহারা ফিরিয়ে নিবে একটা স্মাইল দিয়ে। দুই আপনার তাকানোর পরে সে একটু লজ্জা পাবে এবং মাথাটা একটু নিচু করবে বা ঘুরিয়ে নেবে। যদি এরকম কিছু হয় তাহলে আপনি শিওর থাকবেন যে সে আপনাকে লাইক করে কিন্তু আপনাকে বলতে পারছে না আর এটা মেয়েদের স্বভাব। এজন্য আপনাকে গিয়ে আগে কথা শুরু করতে হবে। কারণ মেয়ে এটারি সিগন্যাল দিচ্ছে।

২। আপনার সাথে কথা বলার আগ্রহ দেখাবে এবং আপনার সাথে তার প্রত্যেকটি কথা শেয়ার করবে। বন্ধুরা আপনি যাকে পছন্দ করেন সে মেয়েটি যদি আপনাকে পছন্দ করে। তাহলে খেয়াল করবেন যে সে আপনার সাথে কথা বলার জন্য একটু আগ্রহ নিয়ে থাকবে। আপনি যে মেসেজই করুনা কেন খুব দ্রুত এবং বিস্তারিত ভাবে তার এনসার পাবেন। তার সাথে কি কি হয়েছে কোন ছেলে তাকে কি বলেছে তার কোন বান্ধবী কি করেছে। আচ্ছা আমাকে এই ড্রেসে কেমন লাগছে বলেন তো? এসব কথা আপনার সাথে শেয়ার করবে। এমনকি তার পার্সোনাল কথাও আপনার সাথে শেয়ার করবে। কখনো যদি এমন হয় যে সে দুই তিন দিন ধরে আপনার সাথে কথা বলতে পারে নি। তো যখনই সে একটু কথা বলার সুযোগ পাবে দেখবেন পুরো কথার ভান্ডার নিয়ে বসে যাবে। বন্ধুরা শুরুর দিকে কিন্তু এমন হবে না। কারণ তখন মেয়ে আপনার সামনে গিয়ে একটু নার্ভাস ফিল করবে একটু আনকম্ফোর্টেবল ফিল করবে। তারপর যখন কথা বলা একটু স্টার্ট হবে তখন থেকেই এমন হবে। তো বন্ধুরা আপনার সাথে যদি এমনটাই হয় তাহলে আপনি নিশ্চিত থাকুন যে সে আপনাকে পছন্দ করে। 

৩। আপনার খুব কেয়ার করবে। বন্ধুরা যদি মেয়েটি আপনাকে পছন্দ করে তাহলে দেখবেন যে সে আপনার কেয়ার করছে। আপনি কি কি করছেন কোথায় যাচ্ছেন কোন ড্রেসে আপনাকে সুন্দর লাগছে। আপনি যদি অসুস্থ হন তাহলে দেখবেন যে সে আপনার চেয়ে বেশি চিন্তিত। আপনাকে প্রত্যেক ভালো-মন্দের এডভাইস দিবে। আপনার ব্যাপারে প্রত্যেকটা খবর তার কাছে থাকবে। যা আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারবেন না। যে সে আপনার ব্যাপারে এতো কিছু জানে এবং আপনি যেটায় বলুন আপনার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবে। বন্ধুরা যদি কোন মেয়ে আপনার জন্য এসব করে থাকে তাহলে আপনি ১০০% শিওর হবেন যে সে আপনাকে আপনার থেকেও বেশি পছন্দ করে।

৪। প্রশংসা করা: বন্ধুরা আপনি যাকে পছন্দ করেন সেই মেয়েটি যদি আপনাকে পছন্দ করে তাহলে এই সবগুলো পয়েন্ট পার করে এসে মেয়েটি যেটা করবে যে আপনার প্রত্যেকটি কাজের প্রশংসা করবে ভালো হোক বা মন্দ। যদি আপনি কোন অনুষ্ঠানে কোন কিছু প্রেজেন্ট করেন নাচ হোক, গান হোক, কবিতা হোক বা উপস্থাপন হোক, যেটাই করেন। সেটা যদি হাজারো খারাপ হয় তাহলে অন্য কারো কাছ থেকে প্রশংসা না পেলেও আপনি সেই মেয়েটির কাছ থেকে হাই লেভেলের কমপ্লিমেন্ট পাবেন। তার বান্ধবীদের সাথে গল্প করার সময় হাজারটা প্রসঙ্গ মাঝেও আপনার একটা প্রসঙ্গ থাকবেই। যদি আপনাকে নিয়ে এমন লক্ষণগুলো কোন মেয়ের মাঝে দেখেন তাহলে বুঝবেন যে সেই মেয়েও আপনাকে অবশ্যই পছন্দ করে। বাট মুখে কিছু বলতে পারছে না। তাই আর দেরি না করে এখনই তাকে আপনার মনের কথাটা বলে ফেলুন নইলে আপনার লক্ষ টাকার সাজানে বাগান দুই টাকার ছাগল এসে খেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা নেক্সট আলোচনাতে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং যাওয়ার আগে অবশ্যই শেয়ার করে এবং আপনার বন্ধুদের মাঝে এই তথ্যগুলোর প্রয়োজন আছে তাদের সাথে শেয়ার করুন তারপর যাবেন। ওকে টাটা।  

Related posts

Leave a Comment