সুন্দরী মেয়েদের পটানোর অস্থির ৪টি উপায়-
হাই গাইস কেমন আছেন সবাই? বন্ধুরা খুব খারাপ লাগে যখন শহরের হট মেয়েগুলো আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় আর আমাদের কোন কিছু করার থাকে না। অথবা এমন ছেলে তার সাথে থাকে যাকে দেখলে নিজেকে নিজের অভিসাপ মনে হয়। এজন্য আজ আমি আপনাদের শহরের সেই সুন্দরী মেয়েদের কিভাবে ইম্প্রেস করবেন কিভাবে পটাবেন সেই বিষয়ে চারটি পয়েন্ট বলে দিবো। যে পয়েন্টগুলো ফলো করলে আপনি শহরের মেয়েদেরকে খুব সহজেই ইমেপ্রেস করতে পারবেন। এবার চলুন পয়েন্টগুলো দেখে নেওয়া যাক।
১। যত পারেন নিজেকে স্মার্ট করে তুলুন। বন্ধুরা কথায় আছে যে যেমন তার সাথে ঠিক তেমনটা করেই তার মন জয় করে নিতে হয়। এজন্য আপনি যদি শহরের কোন মেয়েকে ইম্প্রেস করতে চান তাহলে আপনাকে একটু স্মার্ট হতে হবে। আমরা যখন বাজারে কোন কিছু কিনতে যাই তখন যে জিনিসটা আমাদের চোখে বেশি আকর্ষনীয় হয়। আমরা কিন্তু সেটার দিকে আগে হাত বাড়াই। ঠিক তেমনি যখন আপনাদের দেখতে স্মার্ট লাগবে তখন যেকোন মেয়ে আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। আপনার প্রতি একটা ইম্প্রেশন জমে থাকবে মেয়েদের। এখন স্মার্ট হবেন কিভাবে? এর জন্য বেশি কিছু করতে হবে না। জাস্ট আপনাকে কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে। যেমন ধরুন: সুন্দর করে কথা বলা পোশাক আশাকের খেয়াল রাখা বাহিরে যাওয়ার সময় ড্রেসের সাথে ম্যাচিং জুতা পরা, পারফিউম লাগানো মুখে দাড়ি থাকলে একটু কাটিং দেওয়া ইত্যাদি। মোটকথা আপনাকে দেখলে যেন আপনার সাথে কথা বলার একটা এনার্জি থাকে যে কোন মানুষের এরকম পরিপাটি থাকবেন।
২। সব সময় নিজের মধ্যে একটা অ্যাটিটিউড আর এনার্জি রাখতে হবে। বন্ধুরা শহরের মেয়েরা এখন ছেলেদের খুব বেশি পছন্দ করে যারা একটু সাহসী যাদের কথা বলা চলাফেরার মধ্যে একটা এনার্জি থাকে এবং যারা অ্যাটিটিউড নিয়ে থাকে। মানে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে, ছেচরামি করা যাবে না। মেয়ে যেন আপনাকে দেখে মনে করে যে ছেলেটার মেয়েদের প্রতি কোন ইন্টারেস্ট নাই। এ রকম একটা অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে। মেয়ে যেন আপনাকে দেখলেই বুঝতে পারে যে ছেলেটা একটু ডিসেন্ট। কথা বলার মধ্যে এনার্জি রাখবেন চলাফেরার মধ্যে এনার্জি রাখবেন। যখন আপনি দেখতে স্মার্ট হলেন আবার আপনার কথা বলার মধ্যে এনার্জি আর নিজের আত্ম সম্মান নিয়ে ঘুরছেন। তখন এরকম ছেলেদের শহরের মেয়েরা ক্ষুধার্ত বাঘের মত দেখে। এজন্য ছেচরামি একদম করবেন না।
৩। বারবার তার নজরে পড়তে হবে। বন্ধুরা যে কোন জিনিস যখন একের অধিক হয় তখন সেটা স্মৃতি হিসেবে মনে গেঁধে যায়। এজন্য আপনাকে এখন যেটা করতে হবে যে বারবার তার নজরে পড়তে হবে এবং এমনভাবে তার সামনে আসবেন যেন মেয়ে মনে করে যে আপনার সাথে তার বারবার দেখা হওয়াটা একটা কোইন্সিডেন্স। হুট করেই দেখা হচ্ছে এতে আপনার কোন হাত নেই। আর যখন আপনি বারবার তার জনরে পড়বেন তার সামনে আসবেন। তখন আপনি মেয়েটির কাছে পরিচিত একজনের মত হয়ে যাবেন। যা আপনাদের মাঝে কথা বলার একটা সূত্র তৈরি করে দিবে। এখন কথা হলো মেযেটা যদি আপনার প্রতিবেশী হয়। আপনার পরিচিত হয় তাহলে কি করবেন? এর সমাধান হলো যে প্রতিবেশীকে কিভাবে পটাতে হয় এ বিষয় নিয়ে আমাদের অলরেডি আলোচনা আছে আপনি সেটা দেখে নিবেন তাহলেই হবে।
৪। কথা বলুন: জি হ্যাঁ বন্ধুরা আপনি যদি শহরের কোন মেয়েকে পটাতে চান ইম্প্রেস করতে চান। তাহলে আপনাকে আগে কথা শুরু করতে হবে। এখন এর জন্য আপনি আমাদের স্টেপগুলো আগে ফলো করুন বা না করুন কোন সমস্যা নেই। ফলো করলে ভালো ফলাফল পাবেন। আর না করলেও কোন সমস্যা নেই। মেয়েকে ইমপ্রেস করা সম্ভব। যদি আপনি কথা শুরু করতে পারেন। এর কারণ হলো যে আপনি যেমন কথা বলতে ভয় পাচ্ছেন। ঠিক আপনার মত সব ছেলেই শহরের মেয়েদের সাথে কথা বলতে ভয় পায়। বাট আমার এক্সপেরিয়েন্স হলো যে শহরের মেয়েরা খুব সহজে কারো সাথে কথা বলে। কারণ তাদের মনে না তাদের বাবা-মার কোন ভয় থাকে। আর না তারা গ্রামের মেয়েদের মত লজ্জাবতী। আপনি শুধু যে কোন বাহানায় মেয়ের সাথে কথা শুরু করুন বাকিটা এমনি হয়ে যাবে। তবে হ্যাঁ যে কোথায় বলুন কথাগুলো যেন ন্যাচারালি আপনার মুখ থেকে বের হয়। আপনি মুখস্ত করে এসেছেন এমন যেন মনে না হয় এবং কথার মাঝে একটু ইংলিশ ছাড়বেন ব্যাস আপনার কাজ হয়ে যাবে। আপনার কাজ যথাযথ হোক আমরাও সেটাই চাই। কিন্তু আপনারা যথাযথ আমাদের কাজ করেন না। একটা লাইক দিবেন একটু কমেন্ট করবেন এগুলোতেও আপনারা কিপটামো করেন যাই হোক আমাদের কপাল খারাপ। তা ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তী আলোচনাতে আবার দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিলাম গুডবাই।
https://www.youtube.com/watch?v=wST88F8mu1w