সারা জীবন প্রেম টিকিয়ে রাখতে এই কাজগুলো করুন
যেই কাজগুলো করলে ব্রেকআপ ছাড়া সারা জীবন প্রেম টিকে রাখতে পারবেন। আমরা অনেকেই বুঝে উঠতে পারি না যে কেন মেয়েরা আমাদের ছেড়ে অন্য কারো কাছে চলে যায় বা রিলেশন করার কিছু দিনের মধ্যেই গার্লফ্রেন্ড কেন ব্রেকআপ করে? তাই আপনাদের কথা ভেবে আজ আমি নিয়ে এসেছি কি কি কাজ করলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কোন ভাবেই ছেড়ে যাবেনা।
নাম্বার -১: রোমান্টিক হোন। মেয়েরা সব সময় রোমান্টিক ছেলেদের পছন্দ করে। আর প্রেম টিকিয়ে রাখতে আপনাকে রোমান্টিক হওয়অ অবশ্যই জরুরী। কিন্তু অনেকেই বুঝেনা যে আসলে রোমান্টিকতা কি? ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন। তাহলে তার হাতে হাত রেখে পথ চলুন মাঝে মাঝে সময় পেলে কপালে পাপ্পা দিন। ফুল গিফট্ করুন ইত্যাদি ইত্যাদি। এগুলোকেই বলে রোমান্টিকতা। এভাবে আপনি তার সাথে রোমান্টিক হয়ে উঠতে পারেন। তাহলে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে কখনোই ব্রেকআপ করবেনা।
নাম্বার -২: সময় দিতে শিখুন। আপনি আপনার ভালোবাসার মানুষকে যত বেশী সময় দিতে পারবেন সে আপনার তত কাছে আসবে। আমরা প্রতিটা মানুষই একাকিত্ব কাটানোর জন্য সঙ্গী খুজি। যাতে তার সঙ্গে সারাক্ষণ কথা বলতে পারি সময় কাটাতে পারি। খারাপ লাগা ভালোলাগা সব শেয়ার করতে পারি। তাই আপনি আপনার গার্লফ্রেন্ডকে যত বেশী পারেন সময় দিন এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান দেখবেন সে আপনাকে ছাড়া কিছুই বুঝবেনা। আপনার সাথে সারা জীবন থাকার ওয়াদা করবে। আর হ্যাঁ নিজের সব কাজ ফেলে গার্লফ্রেন্ডকে সময় দিতে যায়েন না। তাহলে সে আপনাকে ভরোঘুরে মনে করতে পারে।
নাম্বার -৩: রাগ পরিহার করা। গার্লফ্রেন্ডের উপরে অকারণে একটুতেই রাগ করে থাকা। সে কেন এমনটা করেছে বা করলো তা না শুনে নিজে নিজেই মনে মনে বুঝে রেগে আগুন হয়ে থেকে মুখে যা আসে তাই বলে ইচ্ছেমত খারাপ ভাষায় গালি গালাজ করে তাকে অপমান করা। রিলেশনশিপে রাগ অভিমান করাটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত রাগ বা অভিমানী আপনার জন্য ব্রেকআপের একমাত্র কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই অতিরিক্ত রাগ অভিমানকে পরিহার করুন দেখবেন আপনার গার্লফ্রেন্ড কোন দিনে আপনাকে ছেড়ে যেতে চাইবেনা।
নাম্বার -৪: গার্লফ্রেন্ডকে বিশ্বাস করতে শিখুন। একটুতেই তাকে সন্দেহ করে তার সাথে ঝগড়া করা। ধরুন: সে তার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে গেছে কোন জায়গায়। কিন্তু কোন কারণে সে আপনাকে বলতে পারে নাই। এখন আপনি ভাবতাছেন যে সে অন্য কোন ছেলের সাথে ঘুরতে গেছে। সে বার বার আপনাকে সত্যিটা বলা সত্তেও আপনি তাকে অবিশ্বাস করে যাচ্ছেন। এভাবে চলতে থাকলে সে আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেই। তাই তাকে অবিশ্বাস না করে প্রেম টিকিয়ে রাখতে বিশ্বাস করতে শিখুন।
নাম্বার -৫: নতুন নতুন স্বপ্ন দেখান। প্রতি রাতে তাকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বাড়ি বানান। ভবিষ্যতে তাকে নিয়ে কি কি করবেন কোথায় যাবেন কিভাবে যাবেন। তাকে নিয়ে আপনি কি কি স্বপ্ন দেখেন সব কিছু তার সাথে শেয়ার করুন। তাতে সে মনে মনে সেগুলো নিয়ে ভাবতে থাকবে আর সব সময় তার স্বপ্নে আপনাকে মিস করতে থাকবে। যদি কোন দিন আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে তাহলে আপনার সেই স্বপ্ন গুলোই আপনাকে ছেড়ে যেতে দিবেনা। এই টিপস গুলো মানলে আপনার গার্লফ্রেন্ড আশা করি আপনাকে ছেড়ে কোথাও যাবেনা। তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে আবারো আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। বাই বাই।