রোমান্টিক ইমোজি রিপ্লাই মেয়ে পটানোর Emoji
আমরা অনেকেই বুঝে উঠতে পানি না যে কোন মেয়ে যদি আমাদে ইমোজি পাঠায় তাহলে কোন ইমোজির কি রিপ্লাই দিবো। তাহলে আজ আমি এমন ৩টি ইমোজির রিপ্লাই দেখাবো যা কোনো মেয়েকে পাঠালে সে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। তো চলুন রিপ্লাই মেসেজগুলো দেখে নেওয়া যাক।
১। হাসির ইমোজি: মেয়ে যদি আপনানে হাসির ইমোজি পাঠায় তাহলে এই রিপ্লাইটি দিতে পারেন। তুমি তো আমার সর্বনাশ করে ফেললা। মেয়ে বলতে পারে কেন? আপনি: চিন্তায় পড়ে গেলাম তো কোনটা বেশী মিষ্টি। আমার প্রিয় কোকনাট চকলেট না তোমার মুখের মিষ্টি হাসি। কথা দিলাম এই রিপ্লাইটি দেয়ার পর মেয়েটি ৯৯% ইমপ্রেস হবেই। মেয়েটি যদি আপনার গার্লফ্রেন্ডও হয়ে থাকে তাহলে সে নতুন করে আপনার প্রেমে পড়ে যাবে। অথবা এই রিপ্লাইটিও দিতে পারেন। হাসমাত পাগলী পেয়ার হো যায়েগা। ডায়লগটা ছোট হলেও অনেক কার্যকরী একটা ডায়লগ সো আপনি চাইলে অপরিচিত কোন মেয়ে কেউ এই রিপ্লাইটি দিয়ে পটাতে পারেন।
২। রাগের ইমোজি: মেয়ে যদি রাগ করে আপনাকে রাগের ইমোজি পাঠায় তাহলে এই রিপ্লাইগুলো দিতে পারেন। যেমন: কোকটেল বোমাকেউ এতোটা ভয় পাই না যতটা তোমার রাগে ভয় পাই। এরপর আপনি তাকে একটা ভয় পাওয়ার ইমোজি পাঠাতে পারেন। দেখবেন রাগ থেমে মেয়ে আপনার সাথে কথা বলছে। অথবা এই রিপ্লাইটিও দিতে পারেন। আমি মনে হয় বেশী দিন আর বাঁচবোনা মেয়ে বলতে পারে কেনো? আপনি বলুন: তুমি যেভাবে রাগ করেছো তাতে কি সুস্থ থাকা যায়। গায়ে ১০০ ডিগ্রি জ্বর উঠছে মনে হয়। এবার দেখবেন মেয়ে রাগ থেমে আপনার কেয়ার করছে অথবা রাগ থেমে হাসছে হা হা হা। আমাকে দেখে এতো ভয় পাও।
৩। লাভ ইমোজি: মেয়ে যদি লাভ ইমোজি পাঠায় তাহলে এই রোমান্টিক রিপ্লাইগুলো করতে পারেন। প্রতিদিন বুকটা বার বার কেপে উঠে। বাট এবার যে এতো জোরে অ্যাটাক করবে তাতো বুঝতেই পারিনি। তোমার দেওয়া লাভ ইমোজি আমার বুকে সরাসরি অ্যাটাক করেছে লাভ ইউ টু জানু। অথবা এই রিপ্লাইটিও দিতে পারেন। একটা ইমোজি যদি মনটাকে এতোটা শান্তি দেয় যদি আগে জানতাম তাহলে খোদার কাছে প্রতিদিন তাই চাইতাম। লাভ ইউ টু মাই জানেমান। তো বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আলোচনাটি লাগে তাহলে আবারও এরকম আলোচনা নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই।