রাগি মেয়ে পটানোর ৩ টি গোপন কৌশল!

রাগি মেয়ে পটানোর ৩ টি গোপন কৌশল!

ওয়েলকাম ব্যাক আবারো ফিরে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি কমেন্ট করে জানাবেন। আজ আমি রাগি মেয়েদের ইম্প্রেস করার ৩টি কৌশল নিয়ে হাজির হয়েছি। যা দেখলে আপনি যেকোন রাগি মেয়েদের পটাতে পারবেন। আলোচনাটি শুরুর করবো তার আগে মনে করিয়ে দেই আপনার জন্য আলোচনা শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যা আপনার সারা জীবন কাজে দিবে। সো আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন। এবার চলুন কথা না বাড়িয়ে রাগি মেয়েদের পটানোর কৌশলগুলো দেখে নেওয়া যাক। 

কৌশল নাম্বার -০১: কমন ব্যাপারগুলো পরিহার করুন: সাধারণ মেয়েদের থেকে রাগি মেয়েরা একটু অন্যরকম হয়ে থাকে। তাই তাদের পটানোর আগে নিজের পুরনো চিন্তা ভাবনাগুলো দূর করুন। যেমন: আপনি সাধারণ কোন মেয়ের কাছে গেলে প্রথমে হয়তো হাই বলবেন। তারপর কেমন আছেন? আপনাকে আমার খুব ভালো লাগে। তারপর বাংলা সিনেমার কিছু ডায়লগ বলবেন যা রাগি মেয়েরা একদমি পছন্দ করেনা। আর আপনি তার সামনে যাওয়ার সাথে সাথেই সে বুঝতে পারে যে আপনি তাকে কি বলতে চাচ্ছেন আর এই ব্যাপারটা কমন ভেবে সে আপনার উপর রাগ ঝাড়তে পারে। তাই আপনাকে এসব ছেড়ে সবার থেকে আলাদা ভাবে তার সামনে যেতে হবে। যাতে সে বুঝতে পারে আপনি সবার থেকে আলাদা।

কৌশল নাম্বার -০২: তার উপকার করুন বা পক্ষ নিন: ধরুন আপনার ক্লাসে বা ক্যাম্পাসে সে কারো উপর রাগা রাগি করছে বা ঝগড়া করছে তখন অপর ব্যক্তিটি সরে গেলে আপনি মেয়েটির সামনে তার পক্ষ নিন যেমন আপনি তাকে বলতে পারেন যে আপু আপনি যা বলেছেন তা একদম ঠিক আপনার কথায় যুক্তি আছে। আপনি একদম ভয় পাবেন না আমি আপনার পাশে আছি ইত্যাদি ইত্যাদি। রাগি মেয়েরা উপকার কারীর ভক্ত হয়ে থাকে যে তার যেকোন কাজে সাহায্য বা উপকার করে থাকে তাকে সে আপন ভেবে ফ্রি হয়ে মিশতে থাকে। তাই আপনি যত পারেন তার উপকার করার চেষ্টা করুন দেখবেন কিছু দিনের মধ্যেই মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে। 

কৌশল নাম্বার -০৩: তার রাগ করাকে নেগেটিভ না ভাবে পজেটিভ ভাবুন: যেমন: আপনি তাকে বলতে পারেন আপনি কি জানেন আপনি রাগলে আপনাকে কেমন দেখায়? মেয়েটি বলতে পারে কেমন, এবার আপনি বলুন একদম সূর্যের মতো। হাজার রোদ্র দেয়না কেন তবুও যেন আলোকিত ভালোবাসা দিয়ে আমাদের আগলিয়ে রাখে। এই কথাটি শুনে মেয়ে অবশ্যই বুইঝতে পারবে যে আপনি তার প্রশংসা করছেন। এবার মেয়েটি রাগ থেমে আপনার কথা ভাবতে শুরু করবে। আপনি যদি চান মেয়ে আপনাকে নিয়ে ভাবুক তাহলে আমাদের সাথে যুক্ত থাকুন। এবার চলুন আপনার বোনাস টিপসটি দেখে নেওয়ার পালা। সরাসরি প্রোপজ করুন কেননা সব ছেলেরাই রাগি মেয়েদের দেখলে ভয় পায়। তাই আপনি যদি সাহস করে সামনে গিয়ে তাকে প্রোপেজ করেন তাহলে দেখবেন কাজ হয়ে গেছে। প্রথমে রাগ দেখালেও পড়ে দেখবেন চাঁদের দেশে আপনাকে নিয়ে স্বপ্ন বুনছে। তো ভিউয়ারস পয়েন্টাকে কাজে লাগাতে ভূলবেন না। পয়েন্টা ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েই আজকের আলোচনাটি শেষ করছি পরবর্তী আলোচনা নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন গুড বাই। 

Related posts

Leave a Comment