যে ৪টি বিষয়ে মেয়েরা মিথ্যা বলে (অবাক করা তথ্য)
এই আলোচনাটি সম্পূর্ণ পড়বা কিন্তু তা না হলে আমি অনেক অভিমান করবো। হাই গাইস আমি সফিক হাজির হয়েছি আপনাদের মাঝে হাজির হয়েছি এমন চারটি বিষয় নিয়ে যে ৪টি বিষয়ে মেয়েরা প্রায় মিথ্যা বলে। আলোচনাটি শুরু করবো তার আগে আপনাদের জন্য দারুন একটি অফার আপনাদের মাঝে যে আমার এই আলোচনাটি বেশী শেয়ার করবে সে আমার সাথে সরাসরি ফোনে কথা বলার সুযোগ পাবে।
তাই আলোচনাটি সম্পূর্ণ দেখুন আর ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে থাকুন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক।
১। প্রকৃত বয়স: নিজের সঠিক বয়স নিয়ে মেয়েরা কখনই কোন ছেলেকে বলতে চায় না। তারা সব সময় নিজের বয়সটা গোপন রাখতে পছন্দ করে। তারা এটা ভাবে যে ছেলেরা যদি তার বয়স শুনে ছোট বা বড় বা অন্য কিছু ভাবে যদি গুরুত্ব কম দেয়। মনে মনে অনেক কিছু ভেবে নিজের প্রকৃত বয়সটা তারা গোপন রাখে।
২। নিজের বয়ফ্রেন্ডের কথা শিকার করতে: আমার বয়ফ্রেন্ড আছে একথা কোন মেয়ের মুখ থেকে বের করতে হলে আপনাকে তার বয়ফ্রেন্ড হওয়া ছাড়া অন্য কোন উপায় নেই। কেন জানেন সে তার বয়ফ্রেন্ডকেই একমাত্র বলে যে সোনা পাখি। তুমিই আমার একমাত্র বয়ফ্রেন্ড। তুমি ছাড়া আমার আর আপন কেউ নেই তুমি আমার পৃথিবী। এভাবে মেয়েরা একমাত্র তার বয়ফ্রেন্ডকেই বলে থাকে। তাছাড়া অন্য কাউকেই তারা এই গোপন তথ্যটি বলতে চায় না। মেয়েরা অন্যের সামনে মাসুম হয়ে থাকতে চায় আর বুঝতে চায় আমি কোন রিলেশন করি না।
আমাকে অনেক ছেলেই প্রোপজ করেছে। বাট আমি কখনই রাজি হই নি। এভাবে সল দিয়ে মেয়েরা পার হয়ে যায়। আর নিজের বয়ফ্রেন্ডের কথা কখনই শিকার করেনা। আপনি আমার আলোচনাটি কত জনকে শেয়ার করেছেন তার একটি স্কিনসুট আমাদেরকে পাঠান।
- Bangla Breakup Tips
- Bangla Emotional SMS
- Bangla Love Solution
- Bangla Love Tips
- Bangla Relationship Tips
৩। অন্য মেয়ের সম্পর্কে: মেয়েরা নিজের কাছে অন্য মেয়েদের প্রচন্ড হিংসা করে থাকে। তাই আপনি যদি তার কাছে অন্য কোন মেয়ের বিষয়ে জানতে চান তাহলে দেখবেন সে বানায় বানায় খুব সুন্দর ভাবে তার নামে গীবত বা সমালোচনা করবে। যদি তাকে ভালও বলে থাকে তাহলে তার পরে খারাপটাও বলা বাদ রাখেনা। ভালো বাট একটু অন্যরকম এটা করে, ওটা করে দেখ আমি ওতো একটা মেয়ে আমি তো এমন না হোক বা সেটা সত্য বা মিথ্যা। অন্য মেয়ের সম্পর্কে গীবত বা বাজে মন্তব্য করতে মেয়েরা খুব পারদর্শী।
৪। নিজের ভুল ত্রুটি শিকারের ক্ষেত্রে: আপনি যদি কোন মেয়েকে এটা প্রমান করে দেন যে সে এই অপরাধ বা ভুল করেছে বা তার কারণেই এটা হয়েছে। সবকিছু প্রমাণ পাওয়ার পরেও সে আপনার কাছে সত্যি কথাটা বলবে না বা শিকার করবেনা। যদিওবা নিজের ভুল শিকার করে তাহলে দেখবেন অন্য কারো উপর তার দোষটি চাপিয়ে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে।
আর সে জন্য যত মিথ্যা বলার প্রয়োজন সে বলে যাচ্ছে। তাই মেয়েদের এসব মিথ্যা ব্যাপারগুলো থেকে সাবধান থাকুন। আর নিজেকে বিপদ থেকে নিরাপদে রাখুন। এ প্রত্যাশায় আজকের মত এখানেই বাই বলছি। পরবর্তী নতুন আলোচনা নিয়ে আবারো দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।