যে স্টাইলে চুল কাটলে মেয়ে পটে যাবে

যে স্টাইলে চুল কাটলে মেয়ে পটে যাবে 

একটা মেয়ে প্রথম লুকে একটা ছেলের ভিতরে যে জিনিসগুলো দেখে তার মধ্যে একটি হল হেয়ার স্টাইল। তাই আজ আমি কয়েকটি হেয়ার স্টাইলের কথা বলবো যেই স্টাইলগুলো দেখলে মেয়েরা আপনার দিকে চুম্বক এর মতো আটকে যাবে। তো চলুন সেই স্টাইলগুলো দেখে নেওয়া যাক। 

প্রথম স্টাইল. crop hairs cuts: এই স্টাইলের সুন্দর দিকটা হচ্ছে মাথার দুই পার্শে এবং পিছনে অনেক ছোট করে চুল রাখা হয় এবং সামানের উপরের চুলগুলো অনেক বড় বড় থাকে। crop hairs স্টাইলকে আপনি বিভিন্ন ভাবে উপস্থাপন করতে পারেন। যেমন: মেসি স্টাইল, ক্রিস্টিয়ানো রোনালদো স্টাইল, অনটোনি গ্রিজম্যান, টনি কারোসকো তাদের এই স্টাইলগুলোকে আপনি ফলো করতে পারেন। 

দ্বিতীয় হেয়ার স্টাইল. faded line hairs cuts: এই স্টাইলে আপনি বিভিন্ন ভাবে চুল কাটতে পারেন। নিচের দিকে ছোট উপরের দিকে বড়। এই কাটিং এ যেকোন একপাশে শার্প দেওয়া থাকে হতে পারে এটা যেকোন এক পাশে বা যেকোন স্টাইলে নিতে পারেন। মনে রাখবেন এসব স্টাইলগুলোতে আপনাকে নিয়মিত চুলের যত্ন নিতে হবে। তাছাড়া খুব তাড়াতাড়ি চুলের স্টাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই বাইরে যাওয়ার আগে অবশ্যই আয়না দেখতে ভুলবেন না। কখন কোন রমনী সামনে পড়েন বলা তো যায় না। 

তৃতীয় স্টাইল. Long side part: বর্তমানে এই স্টাইলটি অনেক প্রচলিত হয়ে গেছে। এক সাইডের তুলনায় অপর সাইড অনেক লম্বা হবে যা আপনি চোখের এক পাশ দিয়ে ঝুলিয়ে রাখতে পারেন। অথবা আপনি যে দিকে স্টাইল ঝুলে রাখতে পারেন এবং আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে জিজ্ঞেস করতে পারেন তার কোন স্টাইলে চুল কাঁটা পছন্দ। তো বন্ধুরা আমাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতেন পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। 

Related posts

Leave a Comment