যে কোন মেয়েকে এই কথাগুলো বলুন সে আপনার প্রেমে পড়তে বাধ্য!

যে কোন মেয়েকে এই কথাগুলো বলুন সে আপনার প্রেমে পড়তে বাধ্য!

আজকে আমি আমার সবটুকু দিয়ে যেমন করে তোমাকে ভালোবাসি। ঠিক এভাবেই সব সময় তোমাকে আমার মতো করে ভালোবেসে যাবো। তোমার প্রতিটি চাওয়া পূরণ করার জন্য। আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতেও কোনদিন দ্বিধা করবোনা। তোমার প্রতিটি ইচ্ছার মূল্য আমার কাছে সব কিছুর উপরে থাকবে। তোমার স্বপ্নগুলোকে আমার করে নিয়ে। পৃথিবীর সকল রং দিয়ে তোমার স্বপ্নগুলোকে সাজাবো। তোমার প্রতিটি আবদার সেটা যদি কোন অন্যায় আবদারও হয়ে থাকে। তবু তোমার সব আবদারগুলো আমার সাধ্য মতো পূরণ করার চেষ্টা করবো। কোন দিন আমার প্রতি তোমার মনে কোন অভিযোগ আসতে দিবো না। যাকে কোন একসময় তোমার মন থেকে আমি নামক মানুষটা মুছে না যাই। যাতে করে আমার প্রতি তোমার ভালোবাসাটা একটুও কমে না যায়। আমি তোমাকে সব সময় এমন ভাবে ভালোবেসে যেতে চাই। যেন তোমাকে আজীবনের জন্য শুধু আমার করে রাখতে পারি। 

https://www.youtube.com/watch?v=b8pseTV0GUg

Related posts

Leave a Comment