যে কোন অপরিচিত মেয়ের সাথে কথা বলতে সাহস পান না?
হাই গাইস, বিনাপানির পক্ষ্য হতে আপনাদের স্বাগতম। বন্ধুরা আপনি যদি কোনো অপরিচিত মেয়ের সাথে বা যে কোন মেয়ের সাথে কথা বলতে ভয় পান। মেয়ের সামনে দাঁড়াতেই পারেন না। সেক্ষেত্রে আপনার মাঝে কোন কোন বিষয়গুলো থাকতে হবে যে বিষয়গুলো আপনাকে ভয় পাওয়া থেকে বিরত রাখবে। আজ আমি আপনাদের সেই ব্যাপার গুলোই জানাবো। কথা শুরু করবো তবে আগে আপনাদের রিকুয়েস্ট করবো যে আলোচনাটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন। কারণ এতে আমাদের কাজের কনফিডেন্স বেড়ে যায় এবং কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। আশা করি আপনারা আমাদের নিরাশ করবেন না। এবার চলু মূল কথায়।
১। পুরো ফোকাস মেয়েটির উপর রাখবেন: মেয়েটির আশে পাশে কে আছে বা কে কি বলবে এসব একদম ভাবা যাবে না। সোজা মেয়েটির দিকে মনোযোগ দিবেন এবং তার কাছে গিয়ে কথা বলবেন। হ্যাঁ শুধু খেয়াল রাখবেন যে তার সাথে কোন ছেলে মানে তার বাবা, ভাই অথবা বয় ফ্রেন্ডের মত কেউ আছে কিনা। এটা ভয় না এটা রেস্পেক্টের একটা ব্যাপার। আর তাছাড়া যেহেতু আপনি প্রথমে কথা বলতেই ভয় পাচ্ছেন সেক্ষেত্রে মেয়েটির সাথে যদি কোন ছেলে থাকে তাহলে আপনি আর কখনোই কথা বলতে পারবেন না। এজন্য যখন কোন মেয়ের সাথে কথা বলতে যাবেন পুরোটা ফোকাস মেয়েটির উপর রাখবেন। অন্য কোন কিছু দিকে তাকানোর প্রয়োজন নাই। ডাইরেক্ট গিয়ে মেয়ের সাথে কথা বলবেন যেটাই বলেন। তাহলেই আপনার যে কোন মেয়ের সাথে কথা বলতে কোন ধরনের ভয়-ভীতি মনে আসবে না।
২। বন্ধুরা যখন কোন মেয়ের সাথে কথা বলতে যাবেন তখন আপনাকে দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো: আপনার মনে বা মাথায় কোন ধরনের নেগেটিভ কোন ধারণ রাখা যাবে না। যেমন: যদি মেয়েদের সাথে কথা বলি না জানি সে কি মনে করে না জানি তার বাড়িতে কাউকে বলেই দেয়। এরকম কোনো নেগেটিভ ধারণ মাথা মধ্যে কখনোই আনবেন না। সেও তো মানুষ তাই না? অন্য কিছু তো আর না যে আপনাকে খেয়ে ফেলবে মেরে ফেলবে। খেয়াল করলে দেখবেন যে সমস্ত ছেলেরা একটু বেশি কথা বলে সবার সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে এদের গার্লফ্রেন্ডের অভাব হয় না। এজন্য আগে কথা শুরু করুন। যতো নেগেটিভ ভাবনা মনে আনবেন ততো আপনার মনে কনফিউশন তৈরি হবে। ততো আপনার মাঝে একটা ভয় তৈরি হবে। এজন্য যে কোন মেয়ের সাথে কথা বলতে হলে ভিতরে কোন নেগেটিভ চিন্তা রাখবেন না। মাথা এবং মনটাকে ফ্রেশ রাখবেন।
৩। বন্ধুদের হেল্প: বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো এমন কিছু বন্ধু অবশ্যই আছে যারা খুব ভালো উস্কানি দিতে পারে খুব ভালো গায়ে রাগ উঠাইতে পারে জোশ তৈরি করতে পারে। তো যখন আপনি মেয়েটির সাথে কথা বলতে যাবেন তখন এই বন্ধুগুলোকে সঙ্গে নিবেন। কারণ আপনি বাড়িতে বসে যতই ভাবেন যে কালকে কথা বলবো কোন সমস্যা হবে না। কিন্তু মেয়ের সামনে গেলে আপনি ঠিকই ভয় পাবেন। আর তখন যেন আপনি ভয়ে ফিরে না আসেন। সেজন্য আপনার শরীরে একটু জোস তৈরি করে দেয়া আপনার মনে একটু কনফিডেন্স তৈরি করে দেয়ার জন্যই সেই বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যাবেন।
৪। বন্ধুরা এই পয়েন্টটা সবচাইতে গুরুত্বপূর্ণ: আপনি যে কোন মেয়ের সাথে যদি কথা বলতে চান তাহলে আপনার মাঝে কোন ধরনের ভয় থাকবে না। সেটা হল: যদি আপনার কাছে মেয়ের সাথে কথা বলার স্ট্রং কোন বাহানা থাকে। যেটা খুব জেনুইন হতে হবে। যেমন ধরুন: আপনি মেয়ের কাছ থেকে কোন হেল্প চাইলেন যে অমুক জায়গাটা কোথায় অমুকের বাড়িটা কোথায়? এটাও কিন্তু একটা বাহানা। তো আপনাকে যে কোন একটা বাহানা নিয়ে মেয়ের সামনে গিয়ে কথা বলতে হবে। তাহলে আপনার কথা বলতে আর কোন ভয় থাকবে না। বন্ধুরা আপনি যদি কোন মেয়েদের সাথে কথা বলতে বাহানা খুঁজে না পান যে আপনি কি বাহানায় তার সামনে গিয়ে তার সাথে কথা বলবেন। তাহলে আমাদের এই বিষয় নিয়ে একটা আলোচনা আছে দেখে নিন। যেখানে অস্থির কয়েকটি বাহানার কথা উল্লেখ করা হয়েছে একদম জেনুইন। যে বাহানাগুলো ইউজ করে আপনি যে কোনো মেয়ের সাথে কথা শুরু করতে পারবেন। আর মেয়েও আপনার সাথে কথা বলতে বাধ্য হবে। তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের আলোচনা। পরবর্তী আলোচনাতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আলোচনাটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।