মেসেজে কথা বলার সময় এই প্রশ্নগুলো মেয়েদের কখনোই করবেন না-

মেসেজে কথা বলার সময় এই প্রশ্নগুলো মেয়েদের কখনোই করবেন না-

হ্যালো বন্ধুরা কেমন কাটসে দিনকাল? বন্ধুরা আজকের আলোচনায় আমি আপনাদের এমন কয়েকটি প্রশ্ন বলে দিবো যে প্রশ্নগুলো আপনি আপনার ক্রাশ অথবা আপনি যাকে পছন্দ করেন বা যাকে পটানোর চেষ্টা করছেন তার সাথে কথা বলার সময় কখনোই তাকে জিজ্ঞেস করবেন না। যদি এই প্রশ্নগুলো আপনি তাকে জিজ্ঞেস করেন তাহলে আপনার কথায় হয়তো সে ইরিটেট হয়ে যাবে। আর যদি ইরিটেট না হয় তাহলে অবশ্যই বোর হয়ে যাবে মানে বিরক্ত হয়ে যাবে। আর এ ধরণের ভুল আপনার সম্পর্ক আপনার সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারে। তো চলুন প্রশ্নগুলি জেনে নেওয়া যাক। বন্ধুরা তার আগে একটু বলে রাখি যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। 

১। বন্ধুরা আমাদের মাঝে অনেক ছেলে পেলেই এমন আছে যারা মেয়েদেরকে এই মেসেজটা করে। আর মেয়েটি যখন আমাদের সেই মেসেজটি দেখে তখন খুব বিরক্ত হয়ে যায় এবং আমাদের মেসেজের রিপ্লাই করতে চায় না। প্রশ্নটা হলো যে মেয়ে যখন এস এম এস এর রিপ্লাই করে না অথবা একটু দেরীতে রিপ্লাই করে তখন তাকে জিজ্ঞেস করা যে আরে তুমি আমার সাথে কথা বলো না কেনো? আমার কথাগুলি কি তোমার ভালো লাগে না? আমার এস এম এস এর রিপ্লাই দাও না কেনো? বন্ধুরা এটা এমন একটা প্রশ্ন যার কোন উত্তর মেয়েটির কাছে নেই। আর যখন মেয়েটির কাছে এই কথাগুলোর কোনো উত্তর নেই। তাহলে সে তো আল আপনাকে ডাইরেক্ট বলতে পারছে না যে হ্যাঁ ভাই আপনার কথায় আমার মাথা গরম হয়ে যায় আমার খুব বিরক্ত লাগে আপনি আর আমাকে মেসেজ কইরেন না। এটা আপনাকে বুঝতে হবে। এজন্য আপনাকে এমন প্রশ্ন কখনোই করা যাবে না। তা না হলে মেয়েটি আপনার এস এম এস এর রিপ্লাই করবে না এবং খুব শীঘ্রই আপনাকে ব্লোক করে দিতে পারে। 

২। বন্ধুরা এটা খুবই কমন একটা প্রশ্ন যেটা প্রত্যেকটা ছেলে সব মেয়েকেই জিজ্ঞেস করে থাকে। এই প্রশ্নটা করার কারণে মেয়ে তো আপনাকে ব্লোক করবে না কিন্তু আপনাদের মাঝখানে কথা বলার কোন টপিক থাকবে না। এমন হবে যে এই প্রশ্ন করার পর আপনি আর কি বলবেন তা খুঁজেই পাচ্ছেন না। প্রশ্নটা হলো ভাত খেয়েছেন? এই প্রশ্নটা তাকে প্রত্যেকটা ছেলেই মেসেজ করে জিজ্ঞেস করে। আর আমরা ছেলেরা কি মনে করি যে আমি যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করি যে ভাত খেয়েছেন? তাহলে মনে হয় মেয়েটি ভাববে যে ছেলেটা আমার খুব কেয়ার করছে। বন্ধুরা এমন কিছু না আপনার মতো হাজারটা ছেলে তাকে এই কথা জিজ্ঞেস করেছে। এখন একই কথা কতজনকে বলবে হ্যাঁ খেয়েছি। এরপর তো আমরা আবার জিজ্ঞেস করি যে কি দিয়ে খেয়েছেন? এখন সে কতো জনকে বলবে বলুন? মানুষের তো এটা অভ্যাস যে একটা কথা বারবার শুনতেও বিরক্ত লাগে বলতেও বিরক্ত লাগে। এ জন্যই এসব ফালতু প্রশ্ন কখনোই করবেন না। এটা আপনার কথাকে হারিয়ে ফেলবে। এরপর আপনি কি বলবেন খুঁজে পাবেন না।

৩। বন্ধুরা আপনি যাকে পছন্দ করেন তাকে পটানোর জন্য হয়তো মেহনত করছেন। এজন্য তার সাথে কথা বলার সময় এই প্রশ্নটা কখনোই করবেন না। এটা অনেক বড় একটা ভুল আমিও একসময় করেছিলাম। আর সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই আপনাদের বলছি। সেটা হলো আপনার কি বয়ফ্রেন্ড আছে এই কথা জিজ্ঞেস করা। ৯০% মেয়ে তো মিথ্যা বলবে যে না আমি সিঙ্গেল এবং ১০% মেয়ে এটাও মিথ্যা বলতে পারে যে আমার বয় ফ্রেন্ড আছে। তো এই প্রশ্নটা করে আপনার কোন লাভ হবে না উল্টো ক্ষতি হবে আপনার। যদি মেয়ে একবার বলে দেয় যে আমার বয় ফ্রেন্ড আছে যদিও সেটা মিথ্যা। বাট তারপরও মেয়েটিকে পটানো আপনার জন্য একদম অসম্ভব এর মত হয়ে যাবে। কারণ সে তখন বুঝে যাবে যে আপনি তাকে পটানোর জন্য এসেছেন। তাই সে সাবধান হয়ে যাবে এজন্য এই প্রশ্নটা কখনোই করবেন না। 

৪। বন্ধুরা আপনি আপনার ক্রাশ অথবা পছন্দের মানুষকে এ রকম মেসেজে কখনোই পাঠাবেন না। যেটা ফোর্স ফুল হয় অথবা পজেসিভনেসকে শো করে। অথবা এমন কিছু বোঝানো যে আপনি মনে হয় তার থেকে ভিক্ষা চাইতেছেন। যেমন: আপনি তাকে এস এম এস করলেন যে প্লিজ আমার এস এম এস এর একটু রিপ্লাই দেন না প্লিজ প্লিজ। প্লিজ আমার ফোনটা রিসিভ করুন না প্লিজ প্লিজ। প্লিজ বলুন না এতোক্ষণ ধরে কার সাথে কথা বলছেন। যে অনলাইনে আছেন অথচ আমার এস এম এস এর রিপ্লাই দিচ্ছেন না? বন্ধুরা এ ধরনের মেসেজ করলে মেয়ে আপনাকে কখনোই ভালোবাসবে না আপনার প্রতি বিরক্ত হবে এবং আপনার মান সম্মান কিছুই থাকবে না তার কাছে। সে ভাববে যে আপনি একদম শুন্য আপনার মধ্যে কিছুই নেই। আর যদি আপনার অলরেডি গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই আপনাকে ছেড়ে চলে যাবে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি খুব শিঘ্রই ব্লোক খেয়ে যাবেন। আর হ্যাঁ অনুনয় বিনিনয় করলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা এমনিতেই হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী আলোচনাতে আমার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন। টাটা। 

Related posts

Leave a Comment