মেয়ে হাসতে হাসতে কেঁদে ফেলবে এমন অস্থির মজার ১০টি জোকস

মেয়ে হাসতে হাসতে কেঁদে ফেলবে এমন অস্থির মজার ১০টি জোকস

হাই ব্রো হোয়াটসঅ্যাপ। বিনাপানি ওয়েব সাইটে আপনাদের আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? বন্ধুরা ২০২১ পড়ে গেল। বিগত দিনগুলি কার কেম কেটেছে তা জানিা। তবে সামনের দিনগুলো যেন আপনাদের হাসি, খুশি আর আনন্দে কাটে, সেই দোয়ায় আমরা মন থেকে করি। এজন্য ২০২১ এর এই প্রথম আলোচনাতে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। সেই উদ্দেশ্যে আজ আমি আপনাদের এমন দশটি অস্থির ফানি এস এম এস বা জোকস দেখাবো। যেগুলো আপনি আপনার কোন ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা যে কোন কাছের মানুষকে মজা দিতে হাসাতে একটু সারপ্রাইজ দিতে বা একটু বোকা টাইপের কিছু বানাতে ইউস করতে পারবেন। 

১। ফুলের মাঝে ভ্রমর আসে, নদীর উপর নৌকা ভাসে, ওদিকে শিশির নাচে সবুজ ঘাসে রাতের মাঝে জোৎসনা হাসে দাদা! সব মেয়েদের বিশ্বাস করবেন না কিছু মেয়ের মাঝে ফরমালিন আছে। 

২। দাদা আপনার কি মেয়েদের খুব পছন্দ? মেয়েদের সব সময় দেখতে মন চায়? সব সময় মেয়েদের কথাবার্তা শুনতে মন চায়? মেয়েরা আদর করে আপনাকে ডাকুক আপনি কি সেটাই চান? তবে এতো কি আছে ফুচকাওয়ালা বা কসমেটিকসের দোকানদার হয়ে যান। 

৩। সুধীজন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই নাম্বারে ৩০ টাকা পাঠান। আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ২০ টাকা পাঠান। আর যদি দুইটার একটাও না হন তাহলে দাদা টাকা পাঠাতে হবে না আমি বুঝে নেব আপনি কি।

৪। এক সুন্দরী আপু রিক্সা করে যাচ্ছে তো যখন মামা রিকশা চালাইতেসে মেয়ে পেছনে থেকে বললো মামা! আপনার ছেড়া লুঙ্গি দিয়ে তো জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা ঘুরাইয়া পড়েন না কিল্লাইগা। এবার রিক্সাওয়ালা: ও মনু এহন তো জয় বাংলা দেহা যাইতে আছে লুঙ্গিডা ঘুরাইয়া পরলে অসোনার বাংলা দেহা যাইবে নি। 

৫। আপনি ৭০% সুইট, ৮৫% স্মার্ট, ৭৫% লাভার, ৯০% লাকি, ১০০% গুড। এবার সবগুলো একটু যোগ করে দেখুন। ৭০+৮৫+৯০+১০০=৪২০

৬। অদ্ভুত কিছু আবেগ, অজানা কিছু অনুভূতি, অসম্ভব কিছু ভালো লাগা, একটু কষ্টের ভয়, একটু একাকীত্ব, একটু নিরবতায় ফোন হাতে। দাদা এগুলো নিয়েই তো টয়লেটে বসে থাকেন নাকি? 

৭। কাছের পথও দুরে লাগে, যদি সাথে কেউ না থাকে। দূরের পথ অনেক কাছের লাগে যদি পেছনে পাগলা কুত্তা পড়ে। 

৮। হিমালয় থেকে নয়, ওই দূর আকাশ থেকেও নয়, সাত সাগর তেরো নদীর ওপার থেকেও নয়, এই হৃদয়ের গভীর থেকে বলছি জানু! খুব শীত সাবধানে থেকো। 

৯। চোখ বুঝে দেখো স্বপ্ন দেখো কিনা পা বাড়িয়ে দেখো পথ খুঁজে পাও কিনা, মোন বাড়িয়ে দেখো কেউ ভালবাসে কিনা এবার একটু হাত বাড়িয়ে দেখো কেউ পয়সা দেয় কিনা? 

১০। মেয়ে: আচ্ছা তোমরা কয় ভাই বোন?

ছেলে: আমরা ২৫ ভাই বোন।

মেয়ে: তোমাদের বাড়িতে কি পরিবার পরিকল্পনার লোক যায়নি?

ছেলে: এসেছিলো তো প্রাইমারি স্কুল ভেবে চলে গেছে। 

বন্ধুরা কোন এস এম এস বা জোকস আপনার সবথেকে বেশি ভাল লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন বিদায়। 

Related posts

Leave a Comment