মেয়ে প্টানোর রোমান্টিক কিছু sms
হ্যালো! বন্ধুরা সবাই কেমন আছেন? ১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে প্রিয় মানুষদের wish করার জন্য কিছু রোমান্টিক এস এম এস নিয়ে আমি হাজির। যা আপনি আপনার গার্লফ্রেন্ড, বান্ধবী বা ফ্রেন্ডসদেরকে পাঠাতে পারেন। তো চলুন sms গুলি দেখে নেওয়া যাক। ১. এই sms টি যাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য। আমি তোমায় ভালোবেসে নতুন প্রেমের ইতিহাস গড়বো। আমি তোমায় ভালোবেসে রোমিও জুলিয়েট এর প্রেমকে হার মানাবো। প্রেমের জন্য তারা তো দিয়েছিল প্রাণ। আমি তোমায় ভালোবেসে ভাঙাবো তোমার অভিমান। আমি তোমায় ভালোবেসে নতুন প্রেমের ইতিহাস গড়বো। আমি তোমায় ভালোবেসে মমতাজ-শাহজাহান এর প্রেম কেউ হার মানাবো। প্রেমের জন্য তারা তো গড়েছিল বিরাট তাজমহল। আমি তোমায় ভালোবেসে ছিড়ে ফেলবো সব বাঁধার শিকল। তাই তো সব পেরিয়ে আমি তোমার কাছে ছুটে আসবো এক পৃথিবী ভালোবাসা নিয়ে ভালোবাসা দিবসে। ২. এই sms টি আপনি আপনার প্রিয় বান্ধবীকে পাঠাতে পারেন যাকে আপনি অনেক দিন ধরে পটাতে চাইছেন। সত্যি করে বলো দেখি আমি তোমার কে? শুধু বন্ধু ভাবতে গেলেই মাথা ধরে যে। মাথা ধরা ছাড়লে বাড়ে মনের উপর চাপ, কাছে আছো ভাবলে বাড়ে দেহের যতো তাপ। সত্যি করে বলো দেখি এমন কেন হয়, তুমি নেই ভাবলে জীবন ভরে শূন্যতাই। শূন্য মাঝে কিসের টানে টানো অকারণ, উত্তর না পেলে বৃথা এ জীবন। উত্তর পাওয়ার অপেক্ষায় বসে থাকবো ঐ লেগ পাড়ে আশা করি বলবে এসে হ্যাপি ভালেন্টাইন্স ডে। ৩. এই sms টি দিয়ে আপনি আপনার ফ্রেন্ডস বা আপনজনদেরকে wish করতে পারেন। বৃষ্টি পড়ে আকাশ জুড়ে মন যে কাঁদে তোমার তবে বন্ধু তুমি অনেক দূরে। তোমার লাগি পরান যে পুরে, আশো তুমি আমার তবে, বাসবো ভালো জীবন ভরে। কোন রং এর চাওয়াই তুই ভুলে আছিস আমায়। আজ আমি একা আছি শুধু তোর আশায়। স্বপ্ন আমার দুটি চোখে তোকে শুধু ঘিরে কেমন করে থাকি বন্ধু তোমাকে ভুলে। আশা করি দেখা হবে ভালোবাসার দিনে অগ্রিম ভালোবাসার শুভেচ্ছা। হ্যাপি ভালেন্টাইন্স ডে। ৪. এই sms টি আপনি যে কাউকে চাইলে পাঠাতে পারেন। তুমি প্রথম সকাল একাকি বিকাল বেলা গভির রাতে স্বপ্নে এসে কর প্রেমের খেলা। তুমি আমার ভালোবাসার মিষ্টি শিতল হাওয়া তুমি আমায় একটু খানি ছুয়ে দিলে অনেক খানি পাওয়া। ৫. এই sms টি আপনি যে কাউকে চাইলে পাঠাতে পারেন। আমার সাদা কালো পৃথিবীতে কখনো কি তুমি আসবে এক মুঠো রং নিয়ে রঙিন করে সাজাতে। আমার নীরব চোখে যে কবিতা লিখেছি তোমায় নিয়ে। কখনো কি অনুভবে পড়বে আমি তোমায় ভাবি আমার শত আবেগী কল্পনাতে তাই তো কল্পনা জুড়ে তুমিই আছো ঘিরে। আশা করি দেখা হবে ভালোবাসা দিবসে। তো বন্ধুরা আজকের আলোচনাটি এ পর্যন্ত। আলোচনাটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভালোবাসা দিবসে আপনার ক্রাশকে প্রপোস করার অসাধারণ কিছু আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন।