চোখের পলকে মেয়ে পটানোর অসাধারন ৩টি আইডিয়া
প্রথম দেখাতেই প্রেম। চোখের পলক যেন পড়ছেইনা। এমন মানুষ খুব কমই আছে যারা মেয়েদেরকে চোখের পলকেই পটিয়ে ফেলতে পারে। চিন্তার কোন কারণ নেই আমি সফিক আজ আপনাদের এমন ৩টি কৌশন জানাবো যা জানলে আপনি যেকোন মেয়েকেই চোখের পলকে পটাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কৌশলগুলো জেনে নেওয়া যাক।
১। স্মাইল ফেসে তাকিয়ে থাকুন: মুখে মুসকি হাসি রেখে সোজা তার দিকে তাকিয়ে থাকুন। আপনি যে তাকে নোট করছেন সেটা জেন সে আপনার দিকে তাকালেই বুঝতে পারে। মাঝে মাঝে ঠোঁটে হালকা কামড় দিতে পারেন। যদি সে আপনার দিকে তাকায়। আর যদি একবার আপনার দিকে তায় তাহলে নিচের স্টেপটি ফলো করুন।
২। শারিরীক ভঙ্গিমা: হঠাৎ কোন মেয়েকে দেখলে তাকিয়ে থাকাতো বটেই। তার সাথে সাথে শারিরীক ভাবে এমন করে ঝুকে যাওয়া যেন সে বুঝতে পারে যে আপনি তাকে দেখে অবাক হয়ে গেছেন। সে যেদিক যাচ্ছে আপনার শরীরও সেদিকেই যাচ্ছে। যদি রাস্তা দিয়ে চলে তাহলে তার দিকে মাথা ঘুরাই ঘুরাই দেখুন। আপনি যে তাকে পছন্দ করে ফেলেছেন সেটা যেন সে বুঝতে পারে।
তবে হ্যাঁ এমন ভাবে ঝুকে যাইয়েন না যাতে সে খারাপ ভাবে। তাই আপনি যে তাকে অনেক গুরুত্ব দিচ্ছেন সেটা শারিরীক ভঙ্গিমার মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। তাতে সে প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে যাবে। আপনি কি চান? মেয়েরাই যেন আপনাকে পটানোর চেষ্টা করে তাহলে এই আলোচনাটির শেষ পর্যন্ত দেখুন।
৩। একবারেই অস্থির হয়ে পড়বেন না: আপনি তাকে দেখার পর এমন একটা ভাব করছেন যেটা দেখে মেয়ে ভয় পেয়ে যাচ্ছে। যেমন: অনেক ছেলেই আছে যারা মেয়ে দেখলে হামাগুড়ি দিয়ে সামনে গিয়ে জিজ্ঞাস করে এই কি নাম তোমার, কোথায় থাক, ফোন নাম্বারটা দেয়া যাবে। সেকি আপনার খালাতো বোন যে আপনার সাথে হঠাৎ দেখা।
নাম্বার চেনজ করছে তাই আপনি চাওয়া মাত্রই নাম্বারটা দিয়ে দিলো। আপনাকে মাথায় রাখতে হবে যে, সে একটা অপরিচিত মেয়ে তাই ধীরে ধীরে তার দিকে এগোতে থাকুন। দেখবেন আপনাকে তার সামনে যেতে হবে না। সে নিজেই আপনার সামনে এসে আপনাার নাম্বার নিবে তো।
বন্ধুরা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি।