মেয়ে কোন ভাবেই পটছেনা ?
হ্যালো, বন্ধুরা। সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মেয়ে কোন ভাবে পটাতে পারছেন না। নিয়ে নিন ৬টি সমস্যার সমাধান। এখন যে বন্ধুরা মেয়ে পটাতে পারেন নাই তাদের জন্য এই আলোচনাটি অনেকটাই কাজে দিবে। বারবার মেয়েকে নক করার ফলেও। বারবার মেয়েকে পটানোর চেষ্টা করার ফলেও মেয়ে কোন ভাবেই পটছেনা। মেয়ে অতিরিক্ত কঠিন তাই না। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক। প্রথমত আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। যে কি কারণে আমরা মেয়ে পটাতে পারছি না বা কি কারণে মেয়ে আমাদের প্রেমে পড়ছে না। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে ৬ বিষয় বা ৬ সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। যেই বিষয়গুলো সচারাচর হয়ে থাকে। আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আপনার কাঙ্খিত সমস্যার সমাধান পেয়ে যাবেন। যা মেয়ে পটাতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। তো চলুন সমস্যাগুলো ও তার সমাধানগুলো দেখে নেওয়া যাক।
সমস্যা নং ১: হাজার চেষ্টা করেও কোন ভাবেই নরম হচ্ছে না?
সমাধান: আপনি মেয়েটাকে বেশি দাম দিয়ে ফেলেছেন। তাহলে দাম দেওয়ার পরিমাণটা কমিয়ে ফেলুন। প্রশংসা করুন তবে মেপে মেপে। শরীর নিয়ে ভুলেও প্রশংসা করবেন না করলে বিপুল মাইনাছ। তার কাজকে গুরুত্ব দিন। কোন গুণ থাকলে তার প্রশংসা করুন। পোষা প্রাণী থাকলে ওটার প্রশংসা করুন। প্রতিটি মেয়ের পছন্দের প্রাণী বা কোন না কোন পছন্দের পশু-পাখি থাকে। সেটা জেনে সেটার প্রশংসার করুন। যদিও বা আপনার পছন্দ হোক বা না হোক বা ওই জিনিসটাকে আপনি পছন্দ করেন বা না করেন তারপরেও সেই জিনিসের প্রশংসা করুন। এটি মেয়েটাকে নরম করতে অনেকটাই কাজে দিবে।
সমস্যা নং ২: মেয়ে বেশি ভাব-গম্ভীর যার কারণে আপনি সামনে যেতে ভয় পান?
জেনে নিন সমাধান: মেয়েটির দিকে আপনি ঘন ঘন তাকানোর চেষ্টা করুন। সুযোগ পেলে মজার মজার জোকস বলে তাকে হাসানোর চেষ্টা করুন। নানা প্রকার গল্প শুনিয়ে তাকে আপনার সঙ্গে ফ্রি করে নিতে পারেন। এবার আপনিও তার কাছ থেকে মজার মজার জোকস বা কিছু মজার মজার কথা শুনতে চান এবং তার কথা সুন্দর হোক বা না হোক তার কথার প্রশংসা করুন এবং জোকস শুনে হাসুন এবং তাকে বোঝাতে চান তার কথা গুলো অনেক বেশি সুন্দর।
সমস্যা নং ৩: দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না? মেয়েটির দিকে আপনি বারবার তাকিয়ে আছেন বা আপনি তাকে বুঝানোর চেষ্টা করছেন যে আপনি তার দিকে চেয়ে আছেন। কিন্তু কোন ভাবেই সে আপনার প্রতি খেয়াল করছে না বা আপনার দিকে তাকাচ্ছে না। যেটাকে বলা হয় চোখের ভাষা। আর সেই চোখের ভাষায় সে আপনার কথা শুনতে পাচ্ছে না।
নিয়ে নিন সমাধান: মেয়েটির সামনে কথা বলার সময় তার চোখে চোখ রাখুন। যত সম্ভব কথা বলতে বলতে একটু লাজুক ভাব দেখান বা আলতো করে আপনি আপনার মাথায় হাত বোলাতে পারেন। এবার মেয়েটা যদি আপনার দিকে তাকায় তাহলে একটু একটু করে ঠোঁটে কামড় দিতে পারেন। তবে খুব বেশি নয়। মেয়েদের সামনে লাজুকতা ভাব মেয়েদেরকে অনেকটাই আকৃষ্ট করে। তবে খুব বেশি করতে যাবেন না এতে বিপরীত হতে পারে। মেয়েটা যদি কোন ভাবেই আপনার দিকে না তাকায়। তাহলে লক্ষ্য করুন তার আশেপাশে কোন বান্ধবী আছে কি না? তার বান্ধবীর দিকে তাকিয়ে বোঝানোর চেষ্টা করুন আপনি মেয়েটির সাথে চোখের ভাষায় কথা বলতে চাচ্ছেন। তাহলে দেখবেন বান্ধবী অবশ্যই তাকে বলবে। আর আপনি চোখ আকর্ষণে এক ধাপ এগিয়ে যাবেন।
সমস্যা নং ৪: নানা রকমের প্রশংসা করছেন কিন্তু প্রশংসা করে কাজ হচ্ছে না। মেয়েটি অতিরিক্ত কঠিন তাই না।
জেনে নিন সমাধান: মেয়েটির যদি কোন ছোট বোন বা বান্ধবী থাকে আপনি তার প্রশংসা করতে পারেন তার সামনে। দেখবেন যে মেয়েটির আপনি প্রশংসা করেছিলেন প্রশংসা শুনে সে মূল্যায়ন করে নাই। কিন্তু তার বান্ধবী বা ছোট বোনকে প্রশংসা করায় তার একটু হলেও জ্বলবে। কারণ মেয়েরা তাদের সামনে অন্য একটি মেয়ের প্রশংসা করলে অনেক বেশি হিংষা করে। তাই আপনি তার বান্ধবীর প্রশংসা করে যান। ওই মেয়েটির সামনে বার বার আপনি তার বান্ধবীর সঙ্গে কথা বলার চেষ্টা করুন। দেখবেন যেই মেয়েটি আপনার কথায় কোনো গুরুত্বই দিচ্ছিল না সেই মেয়েটি আপনার পিছে ঘুরঘুর করবে। যদিও বা সেটি হতে পারে আপনার উপরে রাগ করে বা আপনার বিরুদ্ধে কোনো কথা বলে। কিন্তু পরবর্তীতে ওই মেয়েটি দেখবেন আপনার প্রেমে পড়ে গেছে।
সমস্যা নং ৫: মেয়েটি কি আপনার দিকে ভাবশীল ভাবে তাকিয়ে আছে? যেখানে আপনি তাকানোর কথা সেখানে মেয়ে তাকিয়ে আছে। আপনি কনফিউশনে পড়ে গেছেন কি করবেন, এমনটা হলে অনেক ছেলেরাই বুঝতে পারে না এখন কি করা দরকার বা কি করতে হবে।
নিয়ে নিন সমাধান: আপনি উদাসীন হন। নিজের ব্যাপার গুলো ভুলে যান বেশী করে জ্ঞান ফলান। তবে হ্যাঁ খুব বেশি ন্যকামো করবেন না এবং আপনি তার সাথে চোখের ভাষায় কথা বলার চেষ্টা করুন। এরপর ধীরে ধীরে আপনি তার দিকে এগোতে থাকুন এবং সামনা সামনি গিয়ে কথা বলার চেষ্টা করুন। কথা বলার সময় খুব বেশি নার্ভাস হয়ে পড়বেন না। তাহলে আপনি সেখানে মাইনাস কারণ মেয়েরা অনেক সাহসী ছেলেদের খুব বেশি পছন্দ করে
সমস্যা নং ৬: আপনি টাই কোড পড়ে ফিটফাট আইফোন হাতে নিয়ে থাকা সত্বেও মেয়ে আপনাকে মূল্যায়ন করছে না?
জেনে নিন সমাধান: মেয়েরা অনেকটাই অগোছালো ছেলেদের পছন্দ করে এটা আমরা সবাই জানি। তাই এ রকম অতিরিক্ত ফিটফাট বা অতিরিক্ত গোছালো ছেলেদের মেয়েরা পছন্দ করে না। তাই বলে আপনি খুব বেশী অগোছালো হবেন না। তাহলে মেয়ে আপনাকে মূল্যায়ন করবে না। তাই পরিধানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করুন এবং মেয়েদের দৃষ্টি আকর্ষণ করুন। অবশেষে আপনাদের জন্য একটা কথা বলতে চাই ভালো দেখে পারফিউম ব্যবহার করুন কারণ মেয়েরা সুগন্ধি কাতর হয়ে থাকে। তো বন্ধুরা আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।