মেয়েরা যে কথাগুলো মুখ ফুটে বলতে পারেনা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আমি সফিক আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি এমন ৩টি বিষয় নিয়ে যে ৩টি বিষয়ে মেয়েরা মুখ ফুটে বলতে পারে না। কিন্তু আপনার কাছে আশা করে। তো চলুন কথা বাড়াবো না মূল আলোচনাতে যাওয়া যাক।
১। যৌন চাহিদার কথা: কোন মেয়েই এই কথাটা মুখ ফুটে বলতে চায়না বা বলতে পারেনা। আপনি হাজার চেষ্টা করলেও কোন মেয়ে সহজে বলবে না যে সে আপনার সাথে খেলতে চায়। মানে বুঝলেন তো। তবে হ্যা কিছু কিছু ইশারা আছে যা দেখে আপনি বূঝতে পারবেন যে মেয়েটি আপনার সাথে সব কিছু করতে চায়। যেমন নরম সুরে কথা বলবে একটু স্পর্শেই কাতর হয়ে যাবে ইত্যাদি।
২। মন খারাপ করলে: আমি তোমার উপর মন খারাপ করেছি। এ কথা মেয়েরা কখনই মুখে বলেনা। এই তুমি কি আমার উপর মন খারাপ করেছো। মেয়ে যা বলে: না তো, ছেলে: তাহলে মুখ গোমরা করে আছো কেন? মেয়ে: এমনিতেই। ছেলে: বলনা প্লিজ, এবার মেয়ে রেগে সেটা তুমিই ভালো জানো। এভাবেই চলতে থাকে তাই মেয়েরা হাজারো কারও উপর মন খারাপ করলেও সেটা সহজে বলতে চায়না।
৩। প্রশংসা পেতে মেয়েরা স্বভাবতই প্রশংসার ভিখারী হয়ে থাকে। আপনি যত বেশী তার প্রশংসা করবেন সে তত বেশী আপনার বাধ্যগত হবে। এই তুমি কিন্তু এখনো আমাকে বললে না, ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। মানে হলো মেয়েরা সরাসরি কখনই বলতে পারে না যে, আমার প্রশংসা করো। কিন্তু মনে মনে সব সময় ভাবে ছেলেরা আমার প্রশংসা করুন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। কথা হবে পরবর্তী আলোচনাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন গুড বাই।