মেয়েরা বয়ফ্রেন্ডদের কিভাবে পরিক্ষা করে দেখুন 

মেয়েরা বয়ফ্রেন্ডদের কিভাবে পরিক্ষা করে দেখুন 

হাই গাইস কেমন আছেন সবাই? যে যেমনই থাকুন দোয়া করি যেন সবসময় আপনারা ভালো থাকেন। বন্ধুরা ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি সন্দেহ বাজ হয়। আর কিছু পারুক বা না পারুক বসে বসে তার বয়ফ্রেন্ডকে নিয়ে খুব সন্দেহ করতে পারে। খেয়াল করলে দেখবেন যে যেই ব্যাপার গুলো আপনার কল্পানাতেও নেই। সেই ব্যাপরগুলো নিয়ে আপনার গার্লফ্রেন্ড আপনাকে সন্দেহ করে বসে আছে। এদিক থেকে তারা অনেক এগিয়ে আছে। বন্ধুরা মেয়েরা তার বয়ফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য তার বয়ফ্রেন্ড তাকে সত্যিই ভালবাসে? নাকি তার সাথে দুই নাম্বারি করছে এটা বোঝার জন্য বিভিন্ন রকমের কথা বলে থাকে বা বিভিন্ন ধরনের প্রশ্ন তার বয়ফ্রেন্ডকে করে থাকে। আর যখন বয়ফ্রেন্ড মানে আমরা সেই কথার বা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারি না তখনই মেয়েরা বুঝে যায় যে আমরা তার সাথে দুই নাম্বারি করছি বা তাকে সত্যিকারের ভালোবাসি না। যদিও আপনি তাকে সত্যিই ভালোবাসেন বাট তারপরেও যেহেতু আপনি তার কথার সঠিক উত্তম দিতে পারেন নি বা আপনার কথা তার মন মতো হয়নি। এজন্য দেখবেন যে সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে। অকারণে আপনার সাথে ঝগড়া করছে। তো বন্ধুরা আজকে আমরা আপনাদের তেমন কিছু কথা বলে দিবো যে কথাগুলো মেয়েরা সাধারণত তার বয়ফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য বলে থাক। 

১। বেশি বেশি বিয়ের কথা বলা। বন্ধুরা মেয়েরা তার বয়ফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য সবচাইতে বেশি যে প্রশ্ন বা কথাটা তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে সেটা হলো বিয়ের কথা। আপনি যে কথায় বলুন আর সে যে কথায় বলুক তার মাঝে ঘুরিয়ে ফিরিয়ে সে আপনাকে বলবে আচ্ছা আমরা বিয়ে করবো কবে? কিভাবে বিয়ে করবো? তুমি কি আমাকে বিয়ে করবা না? এমন কথা বারবার বলবে। আর আমরা ছেলেরা তো সব থেকে বেশি ভয় পাই বিয়ে করা নিয়ে। এজন্য মেয়েরা বিয়ের কথা বারবার জিজ্ঞেস করে আপনার রিয়াকশন চেক করার জন্য বা আপনাকে পরীক্ষা করার জন্য। যদি আপনারা কথা তার মন মতো হয় তাহলে আপনি বেঁচে গেলেন। আর নয় তো আপনি ফেঁসে গেলেন। 

২। আপনার ফ্যামিলির সাথে পরিচিত হতে চাইবে এবং আপনাকে তার ফ্যামিলির সাথে পরিচিত হতে বলবে। বন্ধুরা যে কোন অন্যায় কাজ কিন্তু গোপনে হয় লোকালয় হয় না। ঠিক তেমনি যদি কোন ছেলে কোন মেয়ের সাথে দুই নাম্বারি করতে চায় তাহলে সে তার রিলেশনের কথা কাউকে জানাবে না। যাতে ভবিষ্যতে সে তার কাজ সেরে গোপনে সরে আসতে পারে। আর ঠিক এই ভাবনাটা নিয়েই মেয়েরা তার বয়ফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য তার ফ্যামিলির সাথে পরিচিত হতে বলে। অথবা সে আপনার ফ্যামিলির সাথে পরিচিত হওয়ার জন্য বার বার আপনাকে ফোর্স করে আপনার সাথে জেদ করে। আর সে সময় আপনি যে কথা বা যে উত্তরটা তাকে দিবেন তখনই মেয়ে বুঝে যাবে যে আপনি তাকে সত্যিই ভালোবাসেন? নাকি গোপনে কাজ সেরে চলে যেতে চাচ্ছেন। এজন্য যদি আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে এ ধরনের জেদ করে তাহলে খুব সাবধানে উত্তর দিয়েন নইলে কপালে দুঃখ আছে। 

৩। ভবিষ্যৎ পরিকল্পনা। বন্ধুরা আমরা ছেলোর সব সময় বর্তমান নিয়ে ভাবতে ভালোবাসি। সব সময় এখন যেটা হচ্ছে সেটাকে ইনজয় করি সেটা আনন্দ হোক বা দুঃখ। ভবিষ্যতের ভাবনাটা আমাদের মাথায় আসে না। বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশনের। আর এই কথাটা মেয়েরা খুব ভালো করেই জানে। কারণ ছেলেদের চাকরি থাক বা না থাক পড়াশুনা থাক বা না থাক বাপের কিছু থাক বা না থাক। বাট সবার দুই তিনটা করে গার্লফ্রেন্ড থাকেই। আগে কি গার্লফ্রেন্ড এর প্রয়োজন? নাকি ফিউচার বানানোর প্রয়োজন? এটা আমার ভাবিনা। তার মানেই হলো আমাদের ফিউচার নিয়ে ভাবার অভ্যাস নেই। বন্ধুরা মেয়েরা কিন্তু ঠিক এর বিপরীত। তারা সব সময় ভবিষ্যত নিয়ে ভাবে। মেয়েরা খুব ভালো করেই জানে যে আমরা ভবিষ্যত নিয়ে সিরিয়াস না। এজন্য ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিভিন্ন ধরনের কথা বা প্রশ্ন আপনাকে বলবে এবং চেক করবে যে আপনি কতটা সিরিয়াস হন এবং তার কথায় আপনি কতটা আগ্রহী হন। আর সে সময় আপনার মুখ থেকে যে কথা বের হয় সেটার উপরেই মেয়ে সিদ্ধান্ত নেয় যে আপনি তাকে সত্যিই ভালবাসেন কিন? বা আপনার সাথে সে আদৌ থাকবে কি না। এজন্য গার্লফ্রেন্ড ভবিষ্যত নিয়ে কিছু বললে ভেবে চিন্তে কথা বলবেন। 

৪। কোন বান্ধবীকে আপনার পেছনে লাগিয়ে দিবে। বন্ধুরা মেয়েরা তার বয়ফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য সবচাইতে স্টুপিড মার্কা যে কাজটা করে সেটা হলো তার কোন বান্ধবীকে আপনার পেছনে লাগিয়ে দিবে। আমার সাথেই হয়েছে এবং তার মাসুলও দিতে হয়েছে। যাই হোক সেটা অন্য কথা। তো মেয়েরা তার এমন কোনো বান্ধবী যাকে আপনি চেনেন না অথবা যার সাথে আপনার কখনো কথা হয়নি। এমন একটা বান্ধবীকে আপনার পেছনে লাগিয়ে দিবে। রং নাম্বার থেকে একটা মেয়ে ফোন করে আপনাকে আই লাভ ইউ বলছে। আবার বলছে যে আপনাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছ আপনাকে অনেক ভালোবাসি। অথবা মেয়ে সরাসরি এসে বলবে যে আপনাকে আমার খুব ভালো লাগে আমি আপনার সাথে রিলেশন করতে চাই। এখন আমরা ছেলেরা তো ক্ষুধার্ত বাঘের মতো এ রকম অফার পেলে কেউ ফেরত দিতে চাইবে না? তো যাই হোক যদি আপনি ভুল করেই সেই মেয়েটির প্রপোজালকে একসেপ্ট করেন বা তার পাতানো ফাঁদে একটুখানি পা দিয়ে দেন। বাস আপনার কাজ হয়ে গেছে এবার আসবে ভূমিকম্প যা আপনি কল্পনাাও করতে পারেন নি। এজন্য হুটহাট কোন মেয়ে আই লাভ ইউ বললে বা আপনার পেছনে পাগল হলে আগে খোঁজ খবর নিবেন যে সে আপনার গার্লফ্রেন্ডের লাগিয়ে দেওয়া কেউ না তো? তারপর সিদ্ধান্ত নিবেন। তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের আলোচনা। এমন মজার মজার আরো কিছু পয়েন্ট আছে যা আপনার কাজে আসবে। আপনারা যদি এর আরেকটি আলোচনা পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এর উপর আমরা দ্বিতীয় অংশ নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিনাপানির সঙ্গে থাকবেন। গুডবাই।

Related posts

Leave a Comment