মেয়েরা কেমন ছেলে পছন্দ করে জেনে নিন।
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি বিন্দাস আছেন। বিনাপানির পক্ষ্য হতে আমি সফিক, হাজির হয়েছি নতুন একটা আলোচনা নিয়ে। বন্ধুরা আজ আপনাদের জানাবো কি কি গুণ আজকাল মেয়েরা কোনো ছেলের মধ্যে খোঁজে বা কি কি গুণ আপনার মধ্যে থাকলে কোনো মেয়ে আপনাকে লাইক করবে।
১। কেয়ারিং হওয়া বা যত্নশীল হওয়: খুব ভালো লাগে যখন কেউ আমাদের যত্ন নেয়। ঠিক তেমনি মেয়েরাও কোন ছেলের মাঝে এটা খুঁজে যে ছেলেটা কতটা কেয়ারিং কতটা যত্নশীল। তাই আপনার মধ্যে কেয়ারিং মানে যত্ন নেওয়ার গুণটা থাকতে হবে। যেমন: কোন মেয়ে বা অন্য কেউ হয়তো রিক্সা বা অটোর জন্য দাঁড়িয়ে আছে। তো আপনি একটা রিক্সা বা অটো ডেকে দিলেন। আর ঐ অটো বা রিক্সা ওয়ালাকে বললেন যে ভাই উনি অমুক জায়গায় যাবে তো আপনি এই রোডে গেলে জ্যাম হবে বা বেশি ঘুরতে হবে। তাই আপনি ওই রাস্তা দিয়ে যায়েন সহজ হবে এটা হল কেয়ার। আপনি কিন্তু চাইলে রিক্সা ডেকে দিয়েও চলে যেতে পারতেন। বাট আপনি কি করলেন…? কেয়ারিং মানে যত্ন নিলেন। আর এমন যত্নশীল ছেলেদের মেয়েরা খুব লাইক করে।
২। হেল্পিং পার্সোন: মানে কাউকে সাহায্য করার মন মানসিকতা থাকা। বন্ধুরা আমরা কিন্তু সেই মানুষ গুলোকে খুব লাইক করি যারা অন্যের সাহায্য করে। তাই কোন মেয়ের পছন্দের মানুষ হতে গেলে আপনার মধ্যে ছোট মোটো হেল্প করার মন মানসিকতা থাকতে হবে। যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন বা কোনো জায়গা থেকে আসতেছেন। তো রাস্তায় কারো হেল্পের প্রয়োজন পরলে তার হেল্প করুন। হয়তো কেউ ঠিকানা খুঁজতেছে আপনি তাকে ঠিকানাটা বুঝিয়ে দিন বা কোন বয়স্ক লোক রাস্তা পার হতে পারছেনা আপনি তাকে রাস্তাটা পার করে দিন। বন্ধুরা সরাসরি কোন মেয়ের হেল্প করার চাইতে মেয়ের সামনে অন্য কারো হেল্প করাটায় বেশি কার্যকরি। তো এমন সাধারণ সাহায্য গুলো আপনাকে করতে হবে হেল্পিং পার্সোন হতে হবে। তাহলে কোনো মেয়ে আপনাকে লাইক করবে আপনার প্রতি আকৃষ্ট হবে।
৩। সেন্স অফ হিউমার: আমরা যাকে বলি উপস্থিত বুদ্ধি। যে কোনো মেয়েকে পটাতে গেলে আপনার মাঝে এই জিনিসটি থাকা অনেক বেশি জরুরী। কারণ আপনি আগে থেকেই তো আর সব কিছু জানেন না যে কখন আপনার কোন মেয়ের সাথে দেখা হবে। তার সাথে কি কথা হবে বা তখনকার পরিস্থিতি কেমন থাকবে। তাই আপনার মাঝে উপস্থিত বুদ্ধি থাকলে আপনি যে কোন পরিস্থিতিতেই চট করে সঠিক সীদ্ধান্ত নিতে পারবেন বা যে কোন পরিস্থিতিই সামাল দিতে পারবেন।
৪। কমন সেন্স: যাকে আমরা বলি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। কারণ সাধারণ জ্ঞান না থাকলে আপনি কখনোই মেয়ে পটাতে পারবেন না। আর কোন মেয়েও আপনার প্রতি আকৃষ্ট হবে না। সাধারণ জ্ঞান মানে হল যে কেউ আপনার হেল্প করলো আপনি তাকে একটা ধন্যবাদ দিন। একজন সিনিয়র পার্সোন লোক আপনার পাশে দাঁড়িয়ে আছে। আর আপনি তার সামনে জমিদারের মত বসে না থেকে নিজের সিট টা ছেড়ে দিন। কেউ রেগে আগুন হয়ে আছে আর আপনি তার কাছে গিয়ে মজা করবেন না। আর এগুলো হলো কমন সেন্স বা সাধারণ জ্ঞান। যা আপনাদের মধ্যে থাকলে যেকোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হবে।
৫। স্মার্টলি থাকা, স্মার্টলি কথা বলা, স্মার্টলি থাকা মানে আমি এখানে মিন করেছি যে আপনি দেখতে যেমনই হউন স্মার্টলি থাকুন। মানে নিজে পরিষ্কার থাকা পরিহিতো কাপড়গুলো পরিষ্কার রাখা, বাহিরে গেলে পারফিউম ইউজ করা ইত্যাদি। এসব আপনাকে মেইনটেইন করতে হবে এগুলোয় হল স্মার্টলি থাকা। স্মার্টলি কথা বলাটা প্রয়োজন। কারণ আপনি দেখতে যেমনই হউন আপনার কথার মাঝে যদি সুইটনেস বা স্মার্টনেস না থাকে তাহলে কোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হবে না। স্মার্টলি কথা বলা মানে হলো যেমন আপনি কাউকে কোন ঘটনা বুঝাইতেছেন। তো আপনি এমন ভাবে কথা বলছেন যে আপনার কথা শুনছে সে কিছুই বুঝতেছেনা। আবার কারো ব্যাবসায় লস হয়েছে আর আপনি তাকে গিয়ে বলছেন যে আপনি তো ব্যাবসায় খুব লাভ করেছেন দাদা। তো এমন যেন না হয়। মোট কথা গুছিয়ে কথা বলা। কে কোন অবস্থায় আছে এটা দেখে কথা বলা। কথা বলার সময় মুখে হালকা হাসি নিয়ে কথা বলা। এগুলোই হল স্মার্ট কথা বলা। বন্ধুরা এর মধ্যেকার সব কয়টা গুণই যে আপনার মাঝে থাকতে হবে এমন না। যেকোনো দুই তিনটা গুণ আপনার মাঝে থাকলে যে কোন মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হবে। তো বন্ধুরা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মত এখানেই বিদায় টাটা।