মেয়েদের যে ৫টি কথা ভুলেও বিশ্বাস করবেন না-করলেই ফেঁসে যাবেন

মেয়েদের যে ৫টি কথা ভুলেও বিশ্বাস করবেন না-করলেই ফেঁসে যাবেন

হাই গাইস, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ অবধি মেয়েদের কেই বুঝতে পারেনি। কারণ তারা মুখে বলে একটা আর মনে থাকে আরেকটা। তো মেয়েদের এমনি কিছু অভিমান মাখা মিথ্যা কথা আজ আমরা আপনাদের জানাবো। যেগুলো মেয়েরা মুখে তো হ্যাঁ বলে কিন্তু বাস্তবে তার মধ্যে না লুকিয়ে থাকে। আর যদি না বলে তার মাঝে হ্যা লুকিয়ে থাকে। আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে এই কথাগুলো বলে তাহলে আপনি যেন সেগুলোর মোকাবেলা করতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের আলোচনা। আশা করা যায় আলোচনাটি আপনার অনেক কাজে আসবে তাই শেষ পর্যন্ত দেখার আহবান রইলো। এবার চলুন জেনে নেওয়া যাক সে কথাগুলো। 

১। আমি ঠিক আছি। আই এম ওকে। বন্ধুরা আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা যে কোন মেয়ের সাথে কথা বলেন তো কথা বলার সময় আপনি হয়তো কখনো আন্দাজ করতে পারেন যে সামথিং ইজ রং। তার মনে হয় কিছু হয়েছে। আর যখন আপনি এই কথাটা তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা তোমার কি হয়েছে? ব্যাস শুরু হলো নাটংকি কাই না তো, আমার তো কিছু হয়নি আমি ঠিক আছি। যদি অভিমান ভরা মুখে এরকম বলে যে আমি ঠিক আছি। তাহলে ভুলেও চুপচাপ বসে থাকবেন না যে সে ঠিক আছে। সে আপনাকে মিথ্যা বলছে একটু ন্যাকামো করছে যাতে আপনি তার অভিমানটা বুঝতে পারেন এবং তাকে আদর করেন হাত পা ধরেন। এজন্য খুব সাবধান। যদি আপনি এড়িয়ে যান তাহলে আপনার কপালে শনি আছে। 

২। তোমার যেটা ভালো মনে হয় করো। বন্ধুরা হয়তো আপনারা কোথাও যাওয়ার প্লান করেছেন, অথবা কোন কিছু খাওয়ার প্লান করেছেন বা যেকোন কিছু করার স্দ্ধিান্ত নিতে চাচ্ছেন। তো যখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা এটা কিভাবে করা যায় কি করবো? চলো এটা করা হোক। তখন সে আপনাকে বলবে যে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আর যদি আপনি ভুল করেও তার কথাটা সত্যি মনে করে আপনার ভালো লাগা কিছু করেন। তাহলে আপনি শেষ। আপনার উপর রাগ আর অভিমানের অভাব হবে না তার। না তো আপনার সাথে ভালো করে কথা বলবে। আর না আপনার ফোন রিসিভ করবে। অথচ সে কিন্তু নিজেই বলেছে তাই খুব সাবধান। যদি গার্লফ্রেন্ড আপনাকে এভাবে বলে, তাহলে তার ভালোলাগা কি, সে অনুযায়ী কাজ করবেন। নইলে পরে কিন্তু আপনাকে সেটা আবারও করতে হবে। অথবা কান ধরে সরি বলতে হবে তার মন ভালো করে দিতে। মানে আপনার পছন্দ অপছন্দের কোন দাম নাই। তারটাই আপনাকে করতে হবে। সো বি কেয়ারফুল। 

৩। যাও মজা করো। অনেকদিন পর আপনারা অনেক কয়টা ফ্রেন্ড এক জায়গায় হয়েছেন। অথবা আপনার খুব ভালো কোন একটা বন্ধুর সাথে কোথাও যাচ্ছেন। তো আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আমার বন্ধুরা এসেছে একটু মজা করতে যাবো। একটু সময় দিতে হবে তাদেরকে বা কাল আমরা একটু আড্ডা দিবো। তখন সে মুখে ঠিকি বলবে ওকে যাও মজা করো। বাট আপনি যদি তার এই কথাটা সত্য মনে করে বন্ধুদের সাথে মজাই ডুবে থাকেন। তাহলে আপনার কপালে শনি, রবি,সোম, সঙ্গল সব পড়ে যাবে। আপনার মনের কথা সে কখনো বুঝতে চাইবে না। আচ্ছা তারপরেও যদি আপনি বন্ধুদের সাথে আড্ডা দেন মজা করেন। তাহলেও ঘন্টায় ঘন্টায় সেখান থেকে আপনাকে তাকে ফোন করতে হবে। নইলে পরবর্তীতে সে আর আপনার ফোনই ধরবে না। এজন্য সাবধান এমন কথা থেকে। 

৪। আমি তোমার উপর একটু রেগেও নেই রাগ করার কি আছে। বন্ধুরা সম্পর্কের মাঝে হয়তো একটু কথা কাটাকাটি, একটু রাগ অভিমান, এটা খুব স্বভাবিক। বাট আপনি যেটাই বলুন আপনার কথা যদি তার মন মত না হয়। যদি তার ইচ্ছার একটু বিরুদ্ধে হয়। সেটা যদি খুব ছোট থেকে ছোট কোন কথাও হয়। তারপরও সে আপনার উপর অনেক অভিমান করে থাকবে অনেকে রেগে থাকবে এবং আপনাকে সেটা বুঝাবেও যে সে অভিমান করে আছে। কিন্তু যখনই আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কি আমার উপর রাগ করেছো? আমার উপর অভিমান করেছো? তখন সে ভুলেও স্বীকার করবে না। উল্টো বারবার একই কথা বলবে যে না আমি রেগে নেই কেন রাগ করবো। তখন যে গায়ে কতোটা রাগ উঠে এটা যারা রিলেশন করে এরাই ভালো জানে। তো যাই হোক যদি আপনার গার্লফ্রেন্ড এরকম বলে তাহলে চুপ করে থাকবেন না। কারণ খুঁজে বের করবেন এবং সেটার সমাধান করবেন নইলে গার্লফ্রেন্ডকে হারাতে হবে। 

৫। সব ঠিক আছে কোন সমস্যা নেই। বন্ধুরা মেয়েদের অভিমান ভরা মুখে এই কথাটা সবচাইতে বড় মিথ্যা কথা যে সব ঠিক আছে কোন সমস্যা নেই। যদি আপনার গার্লফ্রেন্ড এরকম বলে তাহলে মনে করবেন কিছুই ঠিক নেই আর সমস্যারও অভাব নেই। যেহেতু সে বলেছে যেকোনো কিছু সমস্যা নাই ঠিক আছে। এজন্য আপনি যদি গা ছেড়ে দিয়ে থাকেন সেটা নিয়ে আর কথা না বলেন। তাহলে আপনার সেই রেশটা ২, ৪ সপ্তাহ পর্যন্ত থাকবে। না সে আপনার সাথে ভালো করে কথা বলবে আর না তো হাসবে। আপনার মনে হবে শালা কার সাথে কথা বলছি। মন চাইবে ফোনের মধ্যে গিয়ে থাপ্পড় দিতে। বাট কিছুই করতে পারবেন না। এজন্য যদি মেয়ে এমন বলে তাহলে তার সমাধান বের করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলেই কোন প্রবলেম হয়েছি কিনা। তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের আলোচনা। পরবর্তী আলোচনাতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন। টাটা….। 

Related posts

Leave a Comment