মেয়েদের ফটোতে যে ৩টি কমেন্ট করলে মেয়ে ১০০% ফিদা হবেই?

মেয়েদের ফটোতে যে ৩টি কমেন্ট করলে মেয়ে ১০০% ফিদা হবেই?

ফেসবুকে ঢুকলেই আমরা অনেক মেয়ের ফটো দেখি কিন্তু ভেবে পাই না কিভাবে তাদের পটাবো বা তাদের ফটোতে কি কমেন্ট করলে সে আমার সাথে কথা বলবে। তো বন্ধুরা আজ আমি এমন ৩টি কমেন্ট নিয়ে হাজির হয়েছি যা যেকোন মেয়ের ফটোকে করলে সে আপনাকে নিজেই মেসেজ করবে বা আপনার প্রতি ফিদা হয়ে যাবে। তো চলুন কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। 

১। আগে তো শুনতাম জান্নাতেই নাকি হুরপরী আছে। কিন্তু আপনার ফটোটা দেখার পর তো মনে হচ্ছে জান্নাাত থেকে ১টা অপরূপ সুন্দর হুরপরীকে আল্লাহ পৃথিবীতেও পাঠিয়েছে। এই কমেন্টটি যদি কোন মেয়েকে করেন তাহলে দেখবেন সে কমেন্টটি পাওয়ার পর অবশ্যই আপনার সাথে কথা বলার চেষ্টা করবে।

২। ইস! আমি যদি তোমার ফোনের ক্যামেরা হতাম তাহলে সারাক্ষণ তোমার চিহারাটা দেখতে পেতাম। কমেন্টটি করার পর মেয়ে যদি এর কোন রিপ্লাই সাথে সাথে নাও দেয় তাহলে বুঝবেন সে আপনার ভাবনায় পড়ে গেছে। আর একটু পরে হলেও আপনার সাথে কথা বলার চেষ্টা করবেই। 

৩। আপনার ফটোটা দেখে আমার এতো পরিমাণ নেশা হয়ে গেছে যেন ঘুমের ঘোরেও আপনার ফটোটাই দেখি। কমেন্ট টি যেই মেয়েকে করবেন তার ঘুম হারাম হয়ে যাবে। তো বন্ধুরা সবার থেকে ভিন্ন ভিন্ন রোমান্টিক কমেন্ট করে মেয়ে পটাতে থাকুন। আর আমাদের পরের আলোচনার জন্য অপেক্ষা করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গুড বাই। 

Related posts

Leave a Comment