মেয়েকে গিফট দিবেন কিভাবে বুঝতে পারছেন না? দেখেনিন অস্থির ৪টি উপায়-
হাই গাইস! কেমন আছেন সবাই? বিনাপানি ওয়েব সাইডের পক্ষ্য হতে আপনাদের সবাইকে অভিনন্দন। বন্ধুরা আজকে আমরা কথা বলবো যে আপনি যাকে পছন্দ করেন অথবা যাকে গিফট দেওয়ার চিন্তা ভাবনা করছেন সেই মেয়েকে গিফট দিবেন কিভাবে। যদি মেয়ে সরাসরি আপনার কাছ থেকে গিফট না নেয় তাহলে কি কি ট্রিক ইউজ করে আপনি তাকে গিফট দিতে পারবেন সেই বিষয় নিয়ে। তো চলুন জেনে নেই সেই ট্রিপসগুলো।
১। কোন ছোট বাচ্চার মাধ্যমে: বন্ধুরা আপনি যাকে কোন কিছু গিফট করতে চান সে যদি আপনার গিফট সরাসরি আপনার হাত থেকে না নিতে চায় সেক্ষেত্রে আপনি এই ট্রিপটি ইউজ করতে পারেন সেটা হলো যে কোন একটা ছোট বাচ্চা। সে আপনার আত্মীয়র মধ্যে কেউ হোক আপনার ছোট ভাই হোক অথবা যে কেউ হোক। তার হাতে আপনার গিফটা দিয়ে তাকে ভালো করে বুঝিয়ে বলবেন যে ওই মেয়েকে যেন গিফটটা দিয়ে দেয়। আপনি দুরে কোথাও দাঁড়িয়ে রইলেন আর বাচ্চার হাতে গিফটটা দিয়ে মেয়েকে দিতে বলবেন। বন্ধুরা এ ক্ষেত্রে মেয়ে আপনার গিফটটা নিতে বাধ্য হবে। কারণ নাতো সে ছোট বাচ্চাকে কিছু বলতে পারবে আর না তো গিফটটা ফেরত দিতে পারবে। বরং তাকে জিজ্ঞেস করবে যে এটা কে দিয়েছে যা আপনার জন্য ভালো একটা সাইড হতে পারে। আর হ্যাঁ বাচ্চাটা কিন্তু দেখতে অবশ্যই সুইট বা কিউট হতে হবে।
২। কুরিয়া সার্ভিসের মাধ্যমে: বন্ধুরা এটা খুব রোমান্টিক একটা আইডিয়া। কারণ এর আগে কখনো মেয়ে হয়তো এভাবে কোনো গিফট পায় নাই। তো এখানে আপনাকে কি করতে হবে যে যদি মেয়েটির দুরে থাকে তাহলে তার আশে পাশে কোন কুরিয়ার সার্ভিসে আপনি আপনার গিফটা পাঠিয়ে তার নাম্বারটা দিয়ে দিবেন। যেন সেখান থেকে ফোন করে তাকে বলে যে আপনার জন্য পার্সেল এসেছে। অথবা মেয়েটি যদি আপনার আশে পাশের হয় তাহলে আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে সেখানকার কারো হাতে কিছু টাকা গুজিয়ে দিয়ে বলবেন যে ভাই এই নাম্বারে ফোন করে একটু বলেন যে আপনার নামে কুরিয়ার এসেছে নিয়ে জান। দেখবেন কাজ হয়ে যাবে। অথবা আপনার কোন বন্ধুকে গিফটটা দিয়ে তার কাছে গিয়ে বলতে বলবেন যে আমি কুরিয়ার সার্ভিস থেকে এসেছি আপনার নামে এই গিফটটা এসেছে নিন। মেয়ে আপনার গিফট না নিয়ে কোন উপায় থাকবেনা। আর যদি মেয়েটি আপনাকে একটুও পছন্দ করে থাকে তাহলে বস আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে।
৩। কোন প্রতিযোগিতার বাহানায়: বন্ধুরা যাকে আপনি গিফটা দিতে যাচ্ছেন তাকে যদি আপনি সরাসরি না দিতে পারেন বা আপনার যদি মনে হয় সে নিবে না। তো সে ক্ষেত্রে আপনি কোন একটা প্রতিযোগিতার ব্যবস্থা করুন যে প্রতিযোগিতায় সেই জিতবে। চাই সেটা তার বান্ধবীর সাথে তাকে প্রতিযোগিতা করান অথবা আপনি নিজেই তার সাথে প্রতিযোগিতা করুন। যেই করুক তাকে ইচ্ছে করে হেরে যেতে হবে। আর সেই প্রতিযোগিতায় জেতার ফলে আপনি তাকে গিফটটা দিতে পারেন। যেমন ধরুন: মেয়েটি যদি আপনার ক্লাসের হয় তাহলে আপনার কোন বান্ধবীর সাথে কোন একটা ব্যাপারে তার সাথে প্রতিযোগিতা করাবেন। আর আপনার বান্ধবীকে বলবেন যে তুই ইচ্ছে করে হেরে যাবি। আর আপনি বলবেন যে যে জিতবে তার জন্য পুরুষ্কার আছে। মেয়ে যেদিকে পারদর্শী সেই বিষয় নিয়েই কিন্তু প্রতিযোগিতা করাবেন। আর হ্যাঁ খেয়াল রাখবেন মেয়ে যেন টের না পায় যে এর পেছনের কাহিনী কি? আশা করা যায় আপনার কাজ হয়ে যাবে।
৪। তার কোন বান্ধবীর মাধ্যমে: বন্ধুরা এটা সবচাইতে সহজ এবং নিরাপদ একটি উপায়। এতে করে আপনি এটা পরিষ্কার বুঝাতে পারবেন যে মেয়ে আপনাকে পছন্দ করে কিনা। কারণ মেয়ে যদি গিফটা নিয়ে নেয় তাহলে বুঝবেন যে সে আপনাকে একটু হলেও পছন্দ করে। আর যদি না নেয় তাহলে বুঝবেন যে এখনও আপনার জন্য তার মনে জায়গা তৈরি হয়নি। এজন্য তার কোন বেস্ট ফ্রেন্ড অথবা আপনার কোন বেস্ট ফ্রেন্ড যে মেয়ে তার মাধ্যমে মেয়েটিকে গিফট দিতে পারেন। বন্ধুরা এই সমস্ত পরিকল্পনাতেই আপনাকে একটা জিনিস অবশ্যই করতে হবে সেটা হলো যে গিফট এর মধ্যে আপনি কোন কিছু অবশ্যই লিখে দিবেন মানে চিঠি টাইপের আর কি। যাতে মেয়েটির বুঝতে পারে যে এর পেছনে আপনিই আছেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী আলোচনা তে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর হ্যাঁ আচ্ছা থাক আর না বলি কারণ আপনারা এমনিতেই শেয়ার কমেন্ট করেন না তাহলে আর বলেই কি হবে। এ পর্যন্ত আলোচনাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো। গুড বাই।