মেয়েই আপনাকে জড়িয়ে ধরবে এই কথাগুলো বলুন

মেয়েই আপনাকে জড়িয়ে ধরবে এই কথাগুলো বলুন

একদিন দেখবে শত শত ম্যাসেজে আর তোমার ইনবক্স ভরছেনা। আর কেউ তোমাকে একটু পর পর কল করে জানতে চাচ্ছেনা, তুমি কেমন আছো? ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, তোমার নাম্বারে আর কোন মিসকল জমা হচ্ছে না। প্রতিটি রাত ভোর হয়ে সকাল হচ্ছে। কিন্তু কেউ তোমাকে কল করে তোমার মিষ্টি ঘুমটা ভেঙ্গে দিচ্ছেনা। অনলাইনে এসে দেখবে কেউ তোমাকে নিয়ে আর কোন স্টেটাস লেখছেনা। তোমাকে অনলাইনে পেয়েই কেউ আর একের পর এক মেসেজ করে যাচ্ছে না। তুমি কখন অনলাইনে আসবে এটা ভেবে যে মানুষটি সারাক্ষণ অনলাইনে থাকতো। তখন দেখবে তোমার জন্য অপেক্ষায় থাকা মানুষটিই আর অনলাইনে আসে না। হয়তো সেদিন তুমি ভাববে কেন এমন হলো? সেদিন হয়তো এটা বুঝতে তোমার বেশি দেরি হবে না যে তুমি আমাকে একটু বেশিই অবহেলা করে ফেলেছিলে। যার জন্য তোমার অবহেলা আমাকে গ্রাস করে ফেলেছে। সেদিন ঠিকই তোমার ভুলটা বুঝতে পেরে অনেক কাঁদবে। সেদিন তোমার বুক ফেটে একটি কথায় বের হবে। আর এমনটা করবো না প্লিজ ফিরে এসো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তুমি ততদিনে হারিয়ে ফেলবে আমাকে। আমি বহুদূর থেকে শুধু চাইবো তুমি ভালো থেকো। আর কেউ তোমার জীবনে এলে তাকে যেন এমন অবহেলা করো না। 

Related posts

Leave a Comment