মিষ্টি ঝগড়া করতে যে নামগুলোতে ডাকবেন
বন্ধুরা সবাই কেমন আছেন? এতোদিন আপনারা অনেকেই হয়তো ভেবে আসছেন যে মেয়েরা সব সময় আপনার কাছ থেকে শুধু সোনা ময়না আর জান পাখিই শুনতে চায়। একদমি না আমরা প্রতিটি মানুষই চাই যে আমার পছন্দের মানুষটি আমাকে অনেক আদর করবে ধমক দিবে আমাকে হাসাবে কখনো আবার দুষ্টু মিষ্টি ঝগড়া করবে। তাই আপনি যদি চান আপনার পছন্দের মানুষটির সাথে দুষ্ট মিষ্টি ঝগড়া করতে তাহলে এই ৭টি নামে তাকে ডাকতে পারেন। তো চলুন নাম ৭টি দেখে নেওয়া যাক।
নাম্বার -৭ মেকআপ বক্স: মেয়েটি যদি মেকআপ না করে বা অল্প মেকআপ করে তাহলে আপনি তাকে মেকআপ বক্স বলে ডাকতে পারেন। যদিও প্রায় মেয়েরা এখন মেকআপ করে থাকে। বাট কোন মেয়েই স্বীকার করে না যে সে মেকআপ ইউজ করে। তাই আপনি যদি তাকে এই নামে একবার ডাকেন তাহলে দেখবেন ঝগড়া শুরু। এবার আপনি আপনার মতো মজা লুটতে থাকেন।
নাম্বার-৬: মেয়েটি যদি একটু চিকন টাইপের হয়ে থাকে তাহলে আপনি তাকে চিকনি চেমেলি বলে ডাকতে পারেন। যদিও খুব বেশী চিকন হোক বা না হোক এই নামে ডাকলে দেখবেন মেয়েটি আপনার সাথে দুষ্টমিষ্টি ঝগড়া শুরু করে দিয়েছে।
নাম্বার-৫ ভুতনি: মেয়েটি যদি কালো না হয়ে ফর্সা বা স্যাম বর্ণের হয়ে থাকে তাহলে আপনি তাকে ভুতনি নামে ডেকে আপনার মিষ্টি ঝগড়া শুরু করতে পারেন। আর হ্যাঁ কালো মেয়েদের এ নামে না ডাকায় ভালো তাতে তারা নিজের সাথে মিলে নিয়ে মন খারাপ করতে পারে।
নাম্বার-৪ টুনির মা: আপনি যেকোন মেয়েকে টুনির মা বলে ডেকে খ্যাপাতে পারেন ঝগড়া শুরু করার জন্য এই নামটিই যথেষ্ট।
নাম্বার-৩ ম্যাডাম জ্বী: আপনি হয়তো তাকে বার বার ডাকছেন বাট শুনছেইনা এরপর আপনি তাকে মিষ্টি শুরে বলতে পারেন। ম্যাডাম জ্বী বা কোন কথার প্রেক্ষিতে আপনি তাকে এই নামে ডাকতে পারেন দেখবেন এ কথা ও কথা আর আপনার মিষ্টি ঝগড়া শুরু।
নাম্বার-২ বদের হাড্ডি: আপনার বান্ধবী যদি একটু দুষ্ট টাইপের হয়ে থাকে তাহলে আপনি তাকে বদের হাড্ডি বলে জালাতে পারেন। এই নামে যেকোন বান্ধবীকে ডেকে আপনি মিষ্টি ঝগড়া করতে পারেন। মনে রাখবেন মেয়েদের সাথে মিষ্টি কথা বললেই যে মেয়ে পটে তা না। অনেক রিলেশনের শুরু ঝগড়া দিয়েই হয়ে থাকে। হতে পারে আপনার এই মিষ্টি ঝগড়া করাটা মেয়েকে আপনার প্রেমে ফেলাতে পারে তবে হ্যাঁ সারাক্ষণ যে ঝগড়াই করবেন তা কিন্তু একেবারেই নয় মাঝে মাঝে রোমান্টিক নামেও ডাকতে ভুলবেন না। মেয়েদের কি কি নামে ডাকলে মেয়েরা খুশি হয় এ নিয়ে আমার আলোচনা আছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন।
নাম্বার-১ ডেঙ্গু: যে কোন মেয়েদের সাথে ঝগড়া শুরু করতে এটি ১০০% কার্যকরী। একবার বলেই দেখুন কি হয়। তো বন্ধুরা এই ৭টি নামের মধ্যে সব থেকে কোন নামটি আপনার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবারো দেখা হবে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।