চাচাতো, ফুফাতো, মামাতো বোনদের পটানোর New Trick কৌশল-
আত্বীয় মেয়েদের কিভাবে বশ করবেন-
খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন এ রকম সম্পর্কে মেয়েদের প্রেমে ফেলা সহজ। অন্য কোন মেয়েটে পটানোর চাইতে খালাতো ও মামাতো বোনদের পটানো অত্যন্ত সহজ। কি কি অবলম্বন করলে খালাতো বোন মামাতো বোন চাচাতো আপুরা পটে যাবে চলুন দেখে নেওয়া যাক।
১। তার ফ্যামিলির কাছে সত্য-ভদ্র শান্তু শিষ্ট ছেলে হয়ে উঠুন। এমন কিছু করুন যাতে তারা আপনার প্রশংসা করে। যদি আপনি তাদের মুখ থেকে একবার এই কথাটা বের করতে পারেন যে ছেলেটি অনেক ভালো তাহলে আজই বুঝে নিন আপনার খালাতো মামাতো চাচাতো বোন পটে গেছে। এখন শুধু আপনার বলার অপেক্ষা।
২। ঘনঘন তার খোঁজ খবর রাখুন: ঠিক মতো খাওয়া-দাওয়া করছে কিনা নিজের খেয়াল রাখছে কিনা রোদের মধ্যে ছাতা নিয়ে বের হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। ভুলেও আপনি তাকে পড়াশোনার কথা জিজ্ঞাসা করবেন না। কারণ মেয়েরা চাচাতো ফুফাতো মামাতো খালাতো এরকম ভাইদের কাছ থেকে মোটেও পড়াশোনার কথা শুনতে পছন্দ করে না। বরং তারা বোরিং ফিল করে। আর যদি আপনি তাকে পটাতে চান তাহলে এ কথা ভুলেও বলা যাবে না। এতোটুকু বলতে পারেন যে পড়াশোনা কেমন চলছে। এরপর আপনি কখন কি করছেন কি করবেন তার কাছ থেকে পরামর্শ নিন।
এতে সে বুঝতে পারবে আপনি তাকে অনেকটাই আপন ভাবেন। আর প্রতিটি মেয়ে চায় কেউ একজন তার কেয়ার করুক বা কেউ তাকে মানুক। আপনি যদি চান কোন মেয়ে আপনার কেয়ার করুন বা আপনাকে মানুক তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন।
৩। তার পরিবারের খোঁজ খবর বেশি বেশি নিন: আপনার মামা বা চাচারা যদি আপনার উপর খুশি থাকে। আপনাকে নিয়ে গর্ব বা যদি আপনার উপর খুশি থাকে। আপনার প্রশংসা করে তাহলে দেখবেন আপনার খালাতো মামাতো বোনও আপনার প্রতি ফিদা হয়ে যাবে। আর আপনাকে মনের কিছু কথা বলতে চাবে। তাই আপনি আপনার আত্মীয় বোনকে পটানোর আগে তার ফ্যামিলিকে পটিয়ে নিন। দেখবেন পরে সে নিজেই আপনার প্রেমে পড়ে গেছে।
৪। আপনি তার সঙ্গে যতটা পারেন ফ্রি হয়ে নিন: আত্মীয় আপুদের সাথে ফ্রি হওয়াটা খুবই সহজ ব্যাপার। কারণ তারা সব সময় আপানার আশে পাশেই থাকে। তাই যখনি আপনি তাকে পাশে পাবেন বা ফ্রি পাবেন তার সাথে কথা বলতে বলতে ফ্রি হয়ে নিন। চাইলে মজার মজার জোকস বা গল্প শোনাতে পারেন। তাহলে দেখবেন সে ধীরে ধীরে আপনার সাথে ফ্রি হয়ে যাবে।
৫। মাঝে মাঝে তার পছন্দের কিছু গিফট করুন: গিফট পেতে কার না ভালো লাগে। তার মধ্যে সে যদি আপনার পছন্দের মামাতো চাচাতো খালাতো বোন হয় থাকে। মেয়েরা সেই মানুষকেই বেশি মনে রাখে যারা তাদেরকে বেশি বেশি মনের মত কিছু উপহার দেয়। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের জন্য এক্সট্রা একটি টিপস ভুলেও আপনি আপনার মামাতো খালাতো চাচাতো ফুপাতো এরকম আপুদের পটাতে চাইলে নিজেকে কখনো তার সামনে বড় ভাবে প্রকাশ করবেন না।
মানে হলো আপনি তার সাথে সব সময় বন্ধুত্বের মত আচরণ করবেন বা কথা বলবেন। তাহলে দেখবেন সে সহজেই আপনার প্রেমে পড়ে যাবে। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে পড়ার সুযোগ করে দিন।
তো বন্ধুরা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মত এখানেই বিদায় টাটা।