বিয়ের প্রথম রাতে মেয়েরা কেন ভয় পায়,জানুন তার আসল রহস্য
হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি সফিক আজো আপনাদের মাঝে এমন ৩টি বিষয় নিয়ে এসেছি যা জানলে আপনি অবাক হবেন মেয়েরা বিয়ের প্রথম রাতে কেন এতো ভয় পায়। তো চলুন আলোচনাটি পড়ে নিবো ।
১। যৌন মিলনের ভয়: প্রতিটি মেয়ের মধ্যে বিয়ের রাতে সব থেকে বেশি যে ভয়টা থেকে থাকে সেটা হলো যৌন মিলনের ভয়। মেয়েরা স্বভাবতই এই কাজটি করতে লজ্যাবোধ বা ভয় করে থাকে। তাই যদি কোন মেয়ে প্রথম রাতেই খুব বেশী ভয় পেয়ে যায়। তাই আপনারা এটাকে খারাপ বা নেগেটিভ ভাববেন না।
যে মেয়ে যত বেশী ভয় পায় সে মেয়ে তত বেশী নিজেকে সতি বলে প্রমাণ করবে। তাই সতি মেয়েরা বিয়ের প্রথম রাতে অনেক বেশী ভয় পেয়ে থাকে।
২। অপরিচিত একটি মানুষ: আমরা প্রতিটি মানুষই অপরিচিত মানুষকে প্রথমে অনেক ভয় পেয়ে থাকি সেখানে তো মেয়ে আর মেয়েরা অপরিচিত মানুষদের কাছে আরো বেশী ভীতু হয়ে থাকে বা হয়। অনেকেই লাভ ম্যারেজ করে থাকে এখন আপনি ভাবছেন সেখানে ছেলেটাতো পরিচিত সো ভয় পাওয়ার কিছু নাই।
নো, মেয়েরা বিয়ের প্রথম রাতে সেই প্রিয় মানুষটার কাছেও ভয় পেয়ে থাকে। হোক না সেটা নিজের বয়ফ্রেন্ড। আর যদি তারা বিয়ের আগেই সেই ভাবে মিশে থাকে। তাহলে তো আমার কিছু বলার নেই আপনারাই বুঝতে পারতেছেন।
- Bangla Breakup Tips
- Bangla Emotional SMS
- Bangla Love Solution
- Bangla Love Tips
- Bangla Relationship Tips
৩। আমাকে কেমন দেখাচ্ছে: আমাকে কি সুন্দর লাগতেছে, ড্রেসটা কি আমার সাথে মানিয়েছে মেকআপটা ঠিক আছে তো ইত্যাদি ইত্যাদি। মেয়েরা নিজের যত্ন নিতে সব সময় লেগে থাকে। আর যদি বিয়ের ব্যাপারটা হয় তাহলে তো কোন কথায় নেই। সকাল থেকে সন্ধা পর্যন্ত সাজো গুজো করতে। নিজেকে সবার মাঝে সুন্দর করে উপস্থাপন করতে বিয়ের দিনে বিজি থাকে।
আর সব সময় মেয়েরা এটা নিয়ে চিন্তায় থাকে যে আমাকে কেমন দেখাচ্ছে। তো বন্ধুরা আশা করি আলোচনাটি ভালো লেগেছে। কথা হবে পরবর্তী আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।