প্রেমিকা আপনার কথায় খুশিতে নাচবে এমন অসাধারণ ৬টি প্রশংসা
হাই গাইস, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা অনেক জায়গায় হয়তো শুনেছেন, অনেক আলোচনাতে দেখেছেন অনেকের মুখে শুনেছেন, যে মেয়েদের প্রশংসা করলে নাকি তাড়াতাড়ি তাদের মনে ঢোকা যায়, তাদের ভালো লাগে কথাটা আসলেই সত্যি। প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। এজন্য আজ আমি কথা বলবো মেয়েদের চুলের প্রশংসা নিয়ে। আজ আমি আপনাদের মেয়েদের চুলের প্রশংসার কিছু ডায়লগ শেখাবো। যদি এগুলো আপনি আপনার কোন ফ্রেন্ড বা যাকে পটাতে চান তাকে বলেন তাহলে আশা করা যায় যে আপনার কথা তার ভালো লাগবে এবং সে অনেক খুশি হবে।
ডায়লগ নাম্বার -১: তুমি জানো! হ্যামিলিনের বাঁশিওয়ালা আর তোমার মাঝে অনেক মিল রয়েছে? হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে শহরের সব ইঁদুর শহর ছেড়ে তার পিছু নিয়েছিল। আর তুমি যদি কখনো খোলা চুলে ঘর থেকে বের হও তাহলে তোমার শহরের সব ছেলে তোমার পিছু নেবে। সত্যি বলছি তোমার চুলগুলো অসম্ভব সুন্দর। বন্ধুরা আপনি যাকে এই ডায়লগটি মারবেন অবশ্যই তার চুল কিন্তু বড় হতে হবে বা সুন্দর হতে হবে। নইলে মেয়ে মনে করবে আপনি তাকে পাম মারছেন।
ডায়লগ নাম্বার -২: আচ্ছা! তোমার পরিবারের সবাই কি মানুষ? কেউ আবার জিন পরী নয়তো? কারণ গল্পে সব সময় শুনতাম যে একমাত্র পরীদের চুলই এমন সুন্দর আর আকর্ষণীয় হয়। আর তোমার চুল এতোটা সুন্দর আর আকর্ষণীয়, যে আমার সন্দেহ হচ্ছে হয়তো তুমি পরী আর নয়তো কোন পরীর আত্মীয়। উফ্! অসাধারণ একটি ডায়লগ, যাকে এই ডায়লগটি মারবেন সে অবশ্যই অনেক খুশি হবে।
ডায়লগ নাম্বার -৩: সবাই বলে চুল মেয়েদের সৌন্দর্যের প্রতীক। আমার কাছে এই কথাটার কোন ভিত ছিল না, বিদেশী মেয়েদের দেখেন। বাট আপনার এমন চোখ জুড়ানো, হৃদয় কাড়া, চুল দেখে মনে হল একটা মেয়ে কতটা সুন্দর হতে পারে। সত্যি বলছি আমি আপনার চুলের প্রেমে পড়ে গেছি। বন্ধুরা যদি মেয়ের চুল দেখে থাকেন তাহলেই কিন্তু ডায়লগটি মারবেন।
ডায়লগ নাম্বার -৪: আমি শুনেছি ছেলেরা নাকি মেয়েদের চেহারা, সৌন্দর্য, টাকা-পয়সা, হাইট, ওয়েট এসব দেখে প্রেমে পড়ে। কিন্তু যেদিন থেকে আমি তোমার ওই ঘন কালো দীঘল চুলগুলো দেখেছি, আমার মন তোমার চুলের মাঝে হারিয়ে গেছে। আমি ভেবে পাচ্ছিনা যে, একটা মানুষের চুল এত সুন্দর হয় কিভাবে। সত্যি তোমার চুলগুলো অনেক অনেক সুন্দর। যার সাথে ফ্লার্টিং করেন বা খুব ক্লোজ ফ্রেন্ড তাকেই কিন্তু ডায়লগটি মারবেন ঠিক আছে?
ডায়লগ নাম্বার -৫: যেমন তোমার রূপ তেমনি চুলের বাহার, তোমার চুল দেখে আমার মনে পড়ছে ভালোবাসার পাহাড়। এমন কেসে ফাঁসি দিলেও সবাই হাসতে হাসতে মরবে, তোমার এমন চোখ জুড়ানো চুল দেখে মেয়েরও পানি ঝরবে। গড প্রমিস ইউর হেয়ার ইজ সো বিউটিফুল।
ডায়লগ নাম্বার -৬: আচ্ছা সত্যি করে একটা কথা বলতো? তোমার চুলগুলো কোথা থেকে বানিয়ে নিয়েছো। কারণ এতো সুন্দর চুল আমি এর আগে কোথাও দেখিনি। মনে হচ্ছে কোন সাইন্টিস্ট এবং সুদক্ষ কারিগর দিয়ে একটা একটা করে চুলগুলোকে বানানো হয়েছে। শুকরিয়া ওই উপরওয়ালার যে তোমায় এতো সুন্দর চুল উপহার দিয়েছে। আমি কিন্তু তোমার চুলের অনেক বড় ফ্যান হয়ে গেছি। বন্ধুরা যদি ডায়লগ গুলো আপনাদের খুব বড় মনে হয় তাহলে দু-এক লাইন নিজের থেকে কেটে ছোট করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই।