প্রেমিকাকে দেওয়ার জন্য সেরা ১৩টি উপহার

প্রেমিকাকে দেওয়ার জন্য সেরা ১৩টি উপহার

হাই গাইস! কেমন আছেন সবাই? বন্ধুরা আপনারা অনেকেই আমাদের অনেক দিন ধরে রিকুয়েস্ট করছেন যে গিফটের ব্যাপারে একটা আলোচনা বানাতে। আপনারা জানতে চেয়েছিলেন যে কোন মেয়েকে গিফট দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেস্ট গিফট গুলো কি কি। তো বন্ধুরা একটা কথা সব সময় মনে রাখবেন সেটা হলো যে, গিফটের যথাযথ মূল্যায়ন সেই গিফটাতেই হয় যেই গিফটে তার কোন প্রয়োজন মিটে যায়। মানে হলো আপনি যাকে গিফট করতে চাচ্ছেন তাকে এমন এমন কিছু গিফট করুন যেটা তার প্রয়োজন। এজন্য আজকের আলোচনাতে আমরা আপনাদের এমন কয়েকটি গিফটের কথা বলবো যেগুলো খুব সহজে আপনি কিনতে পারবেন এবং সেগুলো আপনার পছন্দের মানুষ সে আপনার গার্লফ্রেন্ড হোক ফ্রেন্ড হোক আপনার ছোট বোন হোক বা যে কেউ হোক তার প্রয়োজন পূরণ করবে। আর এই গিফটগুলো এতোটাই আকর্ষণীয় আর এতোটাই সুন্দর যেগুলো কাউকে গিফট করার সময় আপনার মনটা এমনিতেই খুশিতে ভরে যাবে। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই সেই গিফটগুলোর নাম। 

১। জুতা:  আপনি ভালো ব্রান্ডের কোন স্যান্ডেলও দিতে পারেন অথবা অন্য কোন জুতাও দিতে পারেন। বন্ধুরা এই গিফটের মূল্য কতখানি তা হয়তো আপনাদের বলে বোঝাতে হবে না। কারণ আপনারা সবাই বুদ্ধিমান জানেন। 

২। ব্যাগ: বন্ধুরা মেয়েদের খুব সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ পাওয়া যায় অল্প টাকায়। সেটা দিতে পারেন অথবা ঘাড় ব্যাগ, যাকে কলেজ ব্যাগও বলে চামড়ার। অল্প টাকার মধ্যেই পাওয়া যায় সেটাও দিতে পারেন। এতে যে মেয়ে কতটা খুশি হবে তা আপনি আন্দাজও করতে পারছেন না। 

৩। ড্রেস: বন্ধুরা মেয়েদের ভালো লাগার তালিকায় প্রথম নাম্বারে হলো ড্রেস। তো সেক্ষেত্রে আপনি যাকে গিফট করতে চাচ্ছেন তাকে থ্রি পিস, শাড়ি, লেহেঙ্গা ইত্যাদি। আরো যেগুলো পাওয়া যায় সেগুলো আপনি গিফট করতে পারেন। আর এগুলোর দাম যে খুব বেশি এমন কিন্তু না। ২০০, ৩০০, ৫০০ মধ্যেই খুব সুন্দর সুন্দর ড্রেস হয়। এজন্য ভয় না পেয়ে মার্কেটে গিয়ে দেখুন যে অল্প টাকায় কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। 

৪। সুতি ওড়না অথবা স্কার্ফ বা হিজাব। বন্ধুরা যে কোন মেয়ের মন খুশি করার জন্য অল্প টাকার মধ্যে এই টাইপের গিফটগুলো এতটাই আকর্ষণীয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মনে কোন রকম সন্দেহ না রেখে গিফটটা নিকে কোন মেয়েকে দিয়ে দেখুন সে কতটা খুশি হয়। 

৫। ব্রাশ সাথে কোন টুথপেস্ট। বন্ধুরা ১০০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে খুব সুন্দর ব্রাশ পাওয়া যায় এবং এটা একদম ইউনিক একটা আইডিয়া যা হয়তো এর আগে কোন ছেলে কোন মেয়েকে দেয়নি। তাই আপনি এই আইডিয়াটা ইউজ করতে পারেন মেয়ে অনেক খুশি হবে। কারণ আপনি তাকে গিফট করলেন সাথে তার প্রয়োজনটাও পূরণ করলেন। 

৬। ব্রেসলেট অথবা হাত ঘড়ি: বন্ধুরা ঘড়ি বা ব্রেসলেট তেমন প্রয়োজনীয় কোন জিনিস না। কিন্তু এগুলো কোন মানুষের অ্যাটিটিউড বা তার সৌন্দর্যকে বৃদ্ধি করে। এজন্য মানুষ প্রয়োজনের মতো করেই এগুলো ব্যবহার করে। তাই আপনি কোন মেয়েকে ঘড়ি বা ব্রেসলেট দিতে পারেন মেয়ে অনেক খুশি হবে। 

৭। টেবিল ঘড়ি: বন্ধুরা এটা অনেক পুরাতন একটা আইডিয়া বাট তারপরেও অনেক সুন্দর অনেক কাজে আসে। আর টেবিল ঘড়ি বিশেষত্ব হলো যে এটার ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর হয় এবং খুব অল্প টাকায় পাওয়া যায়। এজন্য আমি আপনাদের টেবিল ঘড়ি দেওয়ার ও সাজেস্ট করছি। 

৮। ছাতা: বন্ধুরা ছাতা মানুষের নিত্যপ্রয়োজনীয় একটা জিনিস। যারা কাউকে কোন কিছু গিফট করার কথা ভাবে তারা কখনো ছাতার কথা ভাবে না। এজন্য আপনার জন্য এটা একদম ইউনিক একটি আইডিয়া এবং দামেও খুব অল্প। আর তাই আপনি যে কোন মেয়েকে ছাতা গিফট করতে পারেন মেয়ে আপনার প্রতি ১০০% খুশি হবে। 

৯। মেকআপ বক্স অথবা কসমেটিক্স: বন্ধুরা মেয়েদের দৈনন্দিন প্রয়োজনের যে তালিকা রয়েছে তার মধ্যে প্রধান হল কসমেটিকস। এজন্য আপনি কোন মেয়েকে কসমেটিকস কোন পণ্য দিতে পারেন। অথবা মেকাপের একটা বক্স পাওয়া যায় যার মধ্যে সব থাকে সে বক্সও দিতে পারেন। 

১০। টি শার্ট মানে লেডিস গেঞ্জি: বন্ধুরা প্রায় মেয়ে বাসায় টি শার্ট পড়ে থাকে অথবা বাহিরে গেলেও অনেক সময় পড়ে যায়। তো যাই হোক মেয়েদের কিছু কিছু গেঞ্জি পাওয়া যায় আপনি সেগুলো কোন মেয়েকে গিফট করতে পারেন মেয়ে অনেক খুশি হবে। 

১১। কাপল টি শার্ট: এছাড়াও এক ধরনের কাপল টি শার্ট পাওয়া যায় সেটাও দিতে পারেন। 

১২। চাবি রিং: বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে অতি অল্প টাকায় এতো সুন্দর সুন্দর চাবির রিং পাওয়া যায় যেগুলো আপনি ভাবতেও পারবেন না। এজন্য কখনো কোনো ভালো চাবির রিং আপনার নজরে পড়লে সেটা নিবেন এবং আপনার কোন পছন্দের মানুষ থাকলে তাকে গিফট করতে পারেন সে অনেক হ্যাপি হবে। আর তাছাড়া চাবির রিং কিন্তু প্রায় সব মেয়েরেই প্রয়োজন পড়ে। 

১৩। শ্যাম্পু: বন্ধুরা যে কোন মেয়েকে গিফট করার জন্য ইউনিক একটা আইডিয়া হলো শ্যাম্পু গিফট করা। শ্যামপুর যে বোতল পাওয়া যায় সেটাও নিতে পারেন অথবা অনেকগুলো পাতা শ্যাম্পু কিনে গিফট পেপার দিয়ে সুন্দর করে প্যাক করে তাকে দিতে পারেন। আপনি হয়তো হাসতেছেন যে এটা কখনো গিফট দেওয়া যায় নাকি। বন্ধুরা দিয়েই দেখুন তারপর হাইসেন। বন্ধুরা এগুলোই খিন্তু মেয়েদের প্রয়োজনীয় গিফট। আপনি শখ করে কি কি দিতে পারেন যেগুলো অন্য সবার থেকে আলাদা হবে এবং মেয়ে অনেক খুশি হবে। সেই গিফটগুলোর কথা আমরা আপনাদের জানাবো এর দ্বিতীয় পর্বে।  আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন কোন গিফটটা আপনার সব চাইতে বেশি ভালো লেগেছে। আজ তবে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা।

Related posts

Leave a Comment