পারলে এমন মেয়ে পটান বুদ্ধিমানের কাজ করবেন
সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। স্ত্রীর বা গার্লফ্রেন্ড শব্দটি মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত স্বভাবের ঘরোয়া কোনো মেয়ের ছবি। কিন্তু জানেন কি মনোবিদ দের মতে শান্ত স্বভাবের নয় বরং একটু চঞ্চল এবং পাগলাটে ধরনের মেয়েই স্ত্রী বা গার্লফ্রেন্ড হিসেবে বেশি মানানসই। এখানে পাগলাটের অর্থ অবশ্যই মানসিক ভারসাম্যহীন নয় বরং যাদের কান্ড কারখানা আর পাঁচজনের চেয়ে খানিকটা আলাদা। আসলে যারা সমীকরণের বাইরে থাকে তাদের ক্ষেত্রেই এমন বিশেষণ যোগ হয়। তো এর পেছনে কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন মনোবিদরা।
তো আজকের আলোচনাতে আমি দুষ্টু টাইপের মেয়েদের কিছু স্বভাবের কথা বলবো কিছু গুণের কথা বলবো। যদি আপনি এরকম মেয়ে পেয়ে যান এরকম মেয়ের পেছনে সময় দেন এরকম মেয়েকে জীবন সঙ্গী করেন তাহলে আপনার প্রেম জীবনও সফল হবে মধুর হবে এবং সংসার জীবনও আপনার স্বপ্নের মতো সুন্দর হবে এবং এমন মেয়েকে পটানোই বুদ্ধিমানের কাজ। যে সমস্ত মেয়েরা একটু চঞ্চল টাইপের তাদের প্রথম গুণ হলো: এরা নির্ভেজাল ব্যক্তিত্বের অধিকারী।
বন্ধুরা এই ধরনের মেয়েরা মনের ভেতর থেকে যেমন, তেমনটাই সকলের সামনে থাকে কোন ভঙ্গিমা ধরেন না। আপনি একবার দেখেই বুঝবেন এদের দোষ আর গুণ। এরা নিজের দোষ ঢাকতে মিথ্যার আশ্রয় নেয় না এবং মানুষ হিসেবে খুব সৎ এবং সেনসিয়ার হয়।
নাম্বার -২: অসাধারণ প্রেমিকা। আদর্শ প্রেমিকা বলতে যা বোঝায় এরা তাই। এ ধরনের মেয়ে পাশে থাকলে ভালোবাসার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না। এমন মেয়ে সঙ্গে থাকলে যে কোনো দিন ভ্যালেন্টাইন্স যে বলে মনে হতে পারে। বিয়ের পরে অনেকের ক্ষেত্রেই প্রেম জীবন সাদা কালো হয় কিন্তু এদের ক্ষেত্রে কথাটি একেবারেই খাটেনা। এরা এতোটাই এনার্জি ফুল যে প্রত্যেক রাত প্রত্যেকদিন আপনার কাছে বাসর রাত মনে হবে।
নাম্বার -৩: সৃজনশীল। বন্ধুরা এই ধরনের মেয়েরা আসলে সৃজনশীল মস্তিষ্কের জন্যই আর পাঁচজনের থেকে আলাদা। লাইফের প্রতিটি পদে এরা খুব সৃজনশীল প্রকৃতির হয়ে থাকে। আউট অফ দা বক্স ভাবতে গেলে এদের জুড়ি মেলা খুব কঠিন। আপনার ভাবনা যেখান থেকে শেষ এদের ভাবনার সেখান থেকে শুরু।
নাম্বার -৪: ন্যাকামি পছন্দ নয়। ঘরে কিংবা বাইরে মেয়ে হিসেবে কখনো আলাদা সুবিধা দাবি করেন না। যেখানে যেমন সেখানে তেমন ভাবেই থাকতে পছন্দ করে। তাই ঘুরতে বেরিয়ে কখনো এদের নিয়ে সমস্যায় পড়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি কখনো পড়েন তাহলে তার সমাধান এরা নিজেই করতে পারে। মেয়েলি ন্যাকামো এই ধরনের মেয়েদের একদম পছন্দ না।
নাম্বার -৫: মানুষকে আগলে রাখা। কোন মানুষকে কিভাবে আগলে রাখতে হবে এরা খুব ভালোভাবে জানে। যদি কেউ এদের সাথে একটু মিশে, সারা জীবন তাকে আর ভুলতে পারবে না। এদের সামনে যদি বয়ফ্রেন্ড, স্বামী বা কোনো প্রিয়জনকে কেউ অপমান করে তবে আর তার রক্ষা নেই। যতক্ষণ না অপমান কারীকে মাথা নত করাচ্ছেন ততক্ষণ ক্ষান্ত হয় না। যদি স্বামী বা বয়ফ্রেন্ড হিসেবে অকারনে আপনিও কখনো তাকে অপমান করার চেষ্টা করেন তবে আপনাকেও ছাড় দিবেনা।
নাম্বার -৬: প্রাণশক্তিতে ভরপুর। বন্ধুরা সব কাজে এদের মনোবল এবং অদম্য মানসিক জোর খুব বেশি থাকে। শুধু নিজেরাই নয় এদের সঙ্গে যারা থাকেন তারাও সঙ্গে থাকার কারণে অনুপ্রাণিত হয়ে উঠে। পাহাড়ে চড়া থেকে নতুন ব্যবসা শুরু করা সব কিছুতে এরা কখনো পাশ থেকে সরে যায় না।
নাম্বার -৭: পরাজিত হতে জানেন না। এদের মনের জোর এতটাই বেশি যে এই ধরণের মেয়েরা হার মানতে জানে না। অনেকেই একটু কঠিন পরিস্থিতিতে হাপিয়ে উঠে বা নিয়তির উপর নিজেকে সোপে দেয় কিন্তু এরা সেই পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যায় যতক্ষণ না জিতে যাচ্ছে। নি:সন্দেহে বলা যায় এরকম মেয়ে খুঁজে পাবেন না বা পেলেও প্রথমেই যে রিলেশন বা বিয়ের জন্য রাজি হয়ে যাবে তাও নয়। তবে যদি কখনো খুঁজে পান আঁকড়ে ধরবেন। আপনার চেয়ে ভাগ্যবান আর কেও হবে না। দোয়া করি আপনার লাইফেও এমন মেয়ে আসুক। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।
- Bangla Breakup Tips
- Bangla Emotional SMS
- Bangla Love Solution
- Bangla Love Tips
- Bangla Relationship Tips