গুড নাইট জানাতে এই মেসেজগুলো পাঠান মেয়ে খুশিতে নাচবে

গুড নাইট জানাতে এই মেসেজগুলো পাঠান মেয়ে খুশিতে নাচবে।

হাই গাইস ওয়েলকাম ব্যাক। বন্ধুরা আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি নিয়ে আলোচনা হবে। এজন্য আর বেশী কথা না বলে সরাসরি আমরা আলোচনাতে চলে যাবো। 

নাম্বার -১: নিশি হয়ে যায় ভোর চোখে তোমারি ঘোর স্বপ্নে এসে সাজালে তুমি আমারি শহর। আনচান করে আমার মন তোমায় কখনো না দেখি যখন। বিষাদের সঙ্গে ভরে যায় আমারি লগন। আমার মনের এমন গহীন ভালোবাসা থেকে তোমায় জানাই রাতের শুভেচ্ছা শুভ রাত্রি। 

নাম্বার -২: রাতের আকাশে তারাদের মিতালি আমায় দিয়েছে সুরের গীতালি কতইনা আশায় আমি তোমার নামে সাজিয়ে রেখেছি দিপালী। হাজারো বকুলের ফুলের মালায় সুভাষ ছড়াক তোমার গলায়। সুখের ভাগটা তোমারি থাক আর কষ্ট থাকুক আমার বেলায়। এই রাতের গভীরতার মত আমার মনের গভীরতা থেকে তোমায় জানাই শুভরাত্রি গুড নাইট বাবু। বন্ধুরা গত পোস্টে এস এম এস গুলো বড় করেছিলাম বলে অনেকেই কমেন্ট করে বলেছিল। তাই আজকের আলোচনাটি ছোট করেছি। 

নাম্বার -৩: আমি যদি পারতাম জাদু হইতাম তোমার বালিশ। তুমি যদি না ঘুমিয়ে দুষ্টামি করতে তোমার আম্মুকে করতাম নালিশ। আমি যদি জানতাম জাদু হতাম ঘুমের গান। ঘুম ‍পাড়ানি গান শুনিয়ে জুড়াইতাম তোমার প্রাণ। আমি যদি জানতাম জাদু হইতাম ঘরের বাতি। তুমি ঘুমাইলে মনের সুখে তোমায় দেখতাম সারা রাতি। রাত অনেক হয়েছে এবার ঘুমিয়ে পরো গুড নাইট। 

নাম্বার -৪: সন্ধ্যারাতে ঝিঝির ডাক গভীর রাতে মিষ্টি চাঁদ সবাই তোমায় দেখছে। তুমি এত সুন্দর তাদের চাইতে সেটাই তারা ভাবছে। চাঁদের মত মুখটি তোমার ঘুমায়লে বেশ লাগে। আর তাই তো তোমায় দেখতে দেখতে আমার রাত চলে যায় জেগে। তুমি ভয় পেয়ো না আমি শুধু তোমায় দেখবো নয়ন ভরে। আমার রাত না পোহাক আমি শুধু থাকতে চাই তোমার ঘোরে গুড নাইট সুইটি। 

নাম্বার -৫: ঘুম না এলে আমায় বইলো তোমায় ‍ঘুম পাড়ানি গান শোনাবো। তাতেও যদি কিছু না হয় তোমায় রাজপুত্রের গল্প শোনাবো। তাতেও যদি না হয় তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। যদি তোমার রাতে ঘুম না আসে আমায় বলিও ছোট বাচ্চাদের মত তোমায় ঘুম পাড়াবো। ঘুম না এলে দৈত্য-দানবের ভয় দেখাবো তাতেও যদি না হয় আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পইরো গুড নাইট বন্ধু। বন্ধুরা আমি এর আগের আলোচনায় বলেছি যে যার সাথে সম্পর্ক যেমন সেই অনুপাতে আপনি কিন্তু তাকে মেসেজগুলো করবেন। আমি আশা করছি যারা যারা আলোচনাটি পড়বেন সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তোমার বন্ধুদের সাথে। আমি সফিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ‍

Related posts

Leave a Comment