কোন অক্ষরের নামের মেয়েরা কেমন হয়

কোন অক্ষরের নামের মেয়েরা কেমন হয়

হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সফিক আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি বিশেষ কিছু নামের অক্ষরের মেয়েদের বৈশিষ্ট নিয়ে। যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সেই অক্ষরের নামের মেয়েগুলো আসলে কেমন হয়। এখন মেয়ে নয় নাম দেখেই বোঝবেন মেয়েটি আসলে কেমন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে প্রথম পর্বটি দেখে নেওয়া যাক। 

নাম্বার -১: S. এস অক্ষরের নামের মেয়েরা দেখতে অনেকটাই সুন্দর হয়। খুব সহজেই অপরিচিত মানুষদের সাথে মিশতে পারে। এরা বাহিরে সহজ সরল হলেও ভিতরে ভিতরে অনেকটাই চতুর বা বুদ্ধিমান। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলতে চায়না। এস অক্ষরের নামের মেয়েরা একটুতেই অনেক বেশী অভিমান করে থাকে। আর মনে মনে বোঝার একটা অভ্যাস তাদের মধ্যে বিদ্যমান। এখন আপনার প্রিয় মানুষটি যদি এস অক্ষরের নামের হয়ে থাকে তাহলে আপনি অনেকটাই হ্যাপি।

কিন্তু সাবধান! এই অক্ষরের নামের মেয়েরা কিন্তু ছাড়াছাড়িতে খুবী পারদর্শী। যদিওবা সব মেয়েরা একই নয়। আপনি যদি আপনার পছন্দের মানুষটিকে সুন্দর সুন্দর নামে ডাকতে চান তাহলে মেয়েদের নিকনামের উপরে আমার একটি আলোচনা রয়েছে সেটি পড়তে পারেন। 

২। M. এই অক্ষরের নামের মেয়েরা স্বভাবতই অনেকটা চঞ্চল হয়ে থাকে এবং অনেক বেশী বিশ্বাসী হয়ে থাকে। এম অক্ষরের নামের মেয়েদের আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এরা দেখতেই শুধু সুন্দরী নয় বরং কাজে কর্মেও অনেক ভালো হয়ে থাকে। এরা নিজের কাজ নিজেই করতে পছন্দ করে থাকে। নিজের কাজ ফেলে অন্যের কাজ করতেও এরা পিছু পা হয়না।

তবে এদের মধ্যে সব থেকে খারাপ দিক হচ্ছে এদের ধৈর্য্য ধারণ ক্ষমতা খুব কম থাকে একটুতেই হতাশ হয়ে পড়ে। তাই আপনি যদি এম অক্ষরের নামের মেয়ের সাথে প্রেম করতে চান বা করেন। তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। 

৩। N. যেই মেয়েটির নামের শুরুতে এন অক্ষরটি বিদ্যমান সেই মেয়েরা মূলত অনেক রূপবর্তী হয়ে থাকে। এরা সাজুগোজু করতে বেশী পছন্দ করে থাকে। এরা যেই ছেলেটির সাথে একেবারে মিশে যায় তাকে সহজে ভুলতে চায়না। এই অক্ষরের নামের মেয়েরা স্বাধীনতা বেশী পছন্দ করে অন্য কারো ধার ধারে না। এরা নিজের স্বপ্ন পূরণ করতে সবকিছু করতে পারে। তবে এদের মধ্যে খারাপ দিকটা হলো এরা হিংসুক টাইপের হয়ে থাকে। তাই আপনি যদি এন অক্ষরের নামের মেয়ের সাথে রিলেশন করতে চান। অবশ্যই এই ব্যাপার গুলো মনে রাখবেন।

তো বন্ধুরা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো প্রথম পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই। 

Related posts

Leave a Comment