কেমন আছো ? এই প্রশ্নের অসাধারন রোমান্টিক ও মজার উত্তর
হাই ব্রো ওয়েলকাম ব্যাক। ছেলে: কেমন আছো? মেয়ে: আপনার বাড়ি গিয়ে পড়ে আছি। ছেলে: কেন তুমি কি আমার বাড়ির কুত্তা বিড়াল নাকি? যে আমার বাড়িতে পড়ে থাকবা? হা হা হা হা জাস্ট মজা করছিলাম। আসলে অনেক মেয়েই এমন আছে যাদের কখনো ভালো কথা জিজ্ঞেস করলেও এরকম তেরা করে উত্তর দেয়। তো তাদের শিক্ষা দেওয়ার জন্য এরকম দু চারটা কথা আপনাদেরও জেনে থাকা উচিত। যাই হোক চলুন মূল আলোচনায় যে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কেমন আছো? তাহলে এর উত্তরে রোমান্টিক মজার কিছু যেন আপনি বলতে পারেন এমন কিছু কথা আজ আমি আপনাদের শিখিয়ে দিবো।
১। যখন আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলবে তার উত্তরে আপনি এটা বলতে পারেন। তুমি ছাড়া শূন্য হৃদয় ভাবছি বসে একা, ভালো থাকা তখনই হবে যখন পাবো তোমার দেখা। আমার ভালো থাকার শর্তগুলো তোমার সাথে যুক্ত, তোমায় দুচোখ ভরে যখন দেখব তখন আমার ভালো থাকা হবে মুক্ত। তোমায় ছাড়া ভালো থাকা কেমন জানি লাগে, আর তাইতো তোমায় কাছে পেতে মনে এতো সাধ জাগে।
২। বন্ধুরা যখন আপনার খুব ক্লোজ কোন ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করবে কেমন আছিস রে? তখন আপনি এই কথাগুলো তাকে বলতে পারেন ভালো না রে বন্ধু কাল রাতে সানি লিওনকে ইনভাইট করেছিলাম আমার বাসায়। যে জন্য আমি সন্ধ্যার পরেই ঘুমিয়ে পড়েছিলাম। সারারাত ঘুমাইলাম সকালবেলা ঘুমটা ভেঙেও গেল তবুও শালী আইলো না। হা হা হা হা আরে পাগলি মজা করছিলাম। ভালো আছি তুই কেমন আছিস বল? তো বন্ধুরা আপনার ফ্রেন্ড যদি সানি লিওনকে না চেনে তাহলে অন্য কোন মেয়ের নামও ইউজ করতে পারেন যাকে সে চেনে।
৩। বন্ধুরা এমন কেউ যাকে আপনি ইমপ্রেস করতে চান, বন্ধুত্ব করতে চান বা তার সাথে ফ্লার্টিং করেন সে যদি আপনাকে জিজ্ঞেস করে কেমন আছেন? তাহলে তার উত্তরে এটা বলতে পারেন। আরে রাখুন আমার কথা আমিতো লোকাল বাসের মতো যখন তখন যেকোনো সময় আপনি লাইনে পাবেন। যেকোন সময় আপনি আমায় জিজ্ঞেস করতে পারবেন। কিন্তু আপনি তো আমাবস্যার রাতের চাঁদের মত খুব দুর্লভ। এজন্য আপনি আগে বলুন যে আপনি কেমন আছেন।
৪। পৃথিবীতে আমার মত সুখী আর কে আছে বলুন? ভালো থাকবো না মানে? হ্যাঁ এটা ঠিক যে একটু আগে হয়তো খারাপই ছিলাম। কিন্তু এখন আমি সবার চাইতে বেশি ভালো আছি আপনার চাইতেও। কারণ যখন আপনার মত এমন সুইট আর কিউট একটা মেয়ে জিজ্ঞেস করে কেমন আছেন। তখন তার চাইতে ভালো আর কে থাকতে পারে বলুন? জি আমি ভালো আছি আপনি কেমন আছেন? বন্ধুরা এটা আপনার যাকে দেওয়া উচিত মনে হবে তাকেই দিবেন সমস্যা নেই।
৫। খুব ইচ্ছে করে বলতে আমি ভালো নেই। তাহলে তুমি কি আমার সামনে আসবা? খুব ইচ্ছে করে বলতে তোমায় না দেখে আমি ভালো নেই? তাহলে তুমি কি আমার কাছে এসে আমার হাতটা ধরবা? খুব ইচ্ছে করে বলতে যে আমি তোমার থেকে দূরে আছি একটুও ভালো নেই। তাহলে কি ভালো থাকার কোন রাস্তা বের হবে? খুব ইচ্ছে করে বলতে তুমি আমার সামনে নেই সেটা ভেবে যতটুকু ভালো থাকার ততোটুকুই ভালো আছি? আরে পাগলি মজা করছিলাম ভালো আছি তুমি কেমন আছো? বন্ধুরা যদি আপনার গার্লফ্রেন্ড বা খুব ক্লোজ ফ্রেন্ড যে দূরে থাকে তার সাথে আপনার দেখা খুব কম হয় বা মেয়ে ইচ্ছে করেই দেখা করতে চায় না সে ক্ষেত্রে আপনি এই কথাগুলো বলতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই।