কিভাবে টাকা ছাড়াই প্রেম করবেন
কোনো খরচা ছাড়াই মেয়ে পটানোর ৫টি সহজ উপায়-
হাই দোস্তো সবাই কেমন আছেন? দোস্তো আজকে আমরা আলোচনা করবো যে টাকা পয়সা ছাড়া সুন্দর বডি ফিটনেস ছাড়া কিভাবে মেয়ে পটাতে হয়। জ্বি হ্যাঁ বন্ধুরা বিনাপানির পক্ষ্য হতে আমি সফিক, আপনাদের মাঝে হাজির হয়েছি এমন পাঁচটি টিপস নিয়ে। তো বন্ধুরা টিপসগুলো বলে দেওয়ার আগে আমি আপনাদের মেয়েদের ব্যাপারে দুইটা কথা বলি ভালো করে স্বরণ রাখবেন।
প্রথম কথা হলো: মেয়েরা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক যারা ছেলেদের বডি, টাকা, উচ্চতা, সৌন্দর্য, কেমন এগুলো দেখে। দুই যারা এসব খুঁজে না। তারা একটা ছেলের মধ্যে খুঁজে যে ছেলেটা কতটা সৎ। কতটা পরিশ্রমী তার বুদ্ধি কেমন সাধারণ জ্ঞান কেমন উপস্থিত বুদ্ধি কেমন এসব দেখে। আমাদের আলোচনা হবে এই কোয়ালিটির মেয়ে পটানো নিয়ে।
দ্বিতীয় কথা হলো: বন্ধুরা টিপস গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড সম্পৃক্ত। এজন্য আপনাকে পুরো আলোচনাটা খুব ভালো খরে দেখতে হবে। নইলে আপনি ভালো মন্দ ঠিক ভাবে বুঝতে পারবেন না।
১। বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আগে মেয়ে চয়েস করতে হবে। যে আপনি কোন ধরনের মেয়ে পটাতে চান? যার টাকা পয়সা চেহারা দেখে এদের? নাকি দ্বিতীয় নাম্বার কোয়ালিটির মেয়েদের। যদি এক নাম্বার কোয়ালিটির মেয়ে পটাতে চান। তাহলে আপনার এই আলোচনায় তেমন কোন ফায়দা হবে না। আপনি চাইলে আলোচনাটি ছেড়ে যেতে পারেন। আর যদি দ্বিতীয় টাইপের মেয়ে পটাতে চান তাহলে দোস্তো আলোচনাটি আপনার জন্যই। শেষ পর্যন্ত পড়ুন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাজে আসবে। এজন্য মেয়ে পটাতে হলে আপনাকে আগে মেয়ে চয়েস করতে হবে। যে আপনি কোন ধরনের মেয়ের সাথে সম্পর্ক করতে চান পটাতে চান।
২। পরিশ্রমী: বন্ধুরা আমি এখানে পরিশ্রম মানে বুঝেছি যে আপনাকে আপনার লাইফ এর লক্ষ্য নিয়ে পরিশ্রমী হতে হবে। বন্ধুরা মেয়েরা এমন ছেলেদের খুব বেশি পছন্দ করে যাদের লক্ষ্য অনেক শক্ত। যারা নিজের লক্ষ্য নিয়ে খুব বেশি পরিশ্রম করে। আপনার টাকা আছে এতে অবাক হওয়ার কিছু নেই। এটা খুব সাধারণ একটা ব্যাপার খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আপনি টাকা রোজগার করার জন্য পরিশ্রম করছেন এটা অস্বাভাবিক এটা অসাধারণ। আপনার টাকা নেই কিন্তু টাকা রোজগার করার প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি আছে। যার জন্য আপনি কঠোর পরিশ্রম করছেন। আর এইটা এইটাই মেয়েদের কাছে খুব আকর্ষনীয়। কারণ মেয়েরা অন্য কিছু পারুক বা না পারুক ছেলেদের চালচলন মতিগতি মনের ভাব ঠিকই বুঝতে পারে। তাই আপনাকে আপনার লক্ষ্য নিয়ে পরিশ্রমী হতে হবে তাহলেই মেয়েরা আপনার প্রতি ইমপ্রেস হবে।
৩। নিজেকে সিম্পল মানে সাধারণ রাখুন সহজ রাখুন। বন্ধুরা খুব বেশি দামের কেটস বেশি দামের প্যান্ট দামী টি শার্ট পড়লেই যে আপনি স্মার্ট এমন কখনো না। আপনি যেটাই পরেন সেটা যেন ফিট হয়। আপনার বডির শেরেপ সাথে যেনো একদম পারফেক্ট হয়। পরিষ্কার পরিচ্ছন্ন হয়। চুল হালকা করে একটু কার্টি দিলেন। যদি মুখে দাঁড়ি থাকে তাহলে একটু দাড়ি সাইজ করে নিলেন এগুলোই হলো সিম্পলেটি। সহজ হওয়া মানে হলো সবাই যেন আপনার সাথে কথা বলতে কমফোর্ট ফিল করে। সবাই যেন আপনার সাথে কথা বলতে পারে। আর এমন সিম্পল সহজ ছেলেদের মেয়েরা খুব পছন্দ করে।
৪। সাধারণ জ্ঞানও উপস্থিত বুদ্ধি। বন্ধুরা এটা অনেক বার অনেকেই বলেছে যে মেয়ে পটাতে হলে সাধারণ জ্ঞান থাকতে হবে উপস্থিত বুদ্ধি থাকতে হবে। আপনারা এটা বলতেই পারেন যে আমি আবার নতুন কি বললাম। জি হ্যাঁ বন্ধুরা এটা নতুন কিছু নয় পুরাতন একটা কথা কিন্তু ১০০% কার্যকরী একটা কথা। আপনার যদি উপস্থিত বুদ্ধি আর সাধারণ জ্ঞান থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোন মেয়েকে পটাতে পারবেন। আর যদি না থাকে তাহলে আমি বলে দিচ্ছি যে সাধারণ জ্ঞান এবং উপস্থিত বুদ্ধি ভেতরে আনার সব চাইতে ভাল রাস্তা কি কি? বই পড়া, ইতিহাস জানা পত্রিকা পড়া বন্ধুরা একন ইন্টারনেটে সবকিছুই পাওয়া যায় বিভিন্ন ধরনের আর্টিকেলে পড়তে পারেন। উপদেশ মূলক বক্তব্য যাকে বলে মোটিভেনাল স্পিচ সেগুলো পড়তে পারেন। আর যদি সেগুলো করতে না পারেন তাহলে আমাদের আলোচনাগুলো পড়ুন দেখবেন আপনার কমনসেন্স এবং আউট নলেজ একদম বেড়ে গেছে।
৫। বি প্র্যাক্টিক্যাল। বন্ধুরা কোন মেয়েকে পটানো তখনই সম্ভব যখন আপনি তার সাথে কথা বলবেন। আর এখানেই আমাদের প্রধান সমস্যা যে আমরা কথা বলতে পারি না। এজন্য আপনাকে যেটা করতে হবে যে কথা বলার প্র্যাকটিস করতে হবে। কিভাবে কথা বলতে হয় এটা প্র্যাক্টিক্যাল করতে হবে বাস্তবে করতে হবে। যেমন ধরুন আপনার কোন বান্ধবী থাকলে তার সাথে কথা বলে প্র্যাকটিস করুন। যে একটা অপরিচিত মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। অপরিচিত লোকদের সাথে মিশূন তাদের সাথে বন্ধুত্ব করুন। আর যখন কোন মেয়ে দেখবে যে আপনি সবার সাথে মিশেন তখন আপনার সাথে বন্ধুত্ব করতে মেয়ে নিজে আগ্রহী হবে। যখন আপনি বাস্তবে এসব করছেন তখন আপনার যেকোন মেয়ে সাথে কথা বলাটা খুব সহজ হবে। এজন্য আগে বাস্তবের অভিজ্ঞতা নিতে হবে। তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের আলোচনা। পরবর্তী আলোচনায় আবারও কথা হবে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন। গুড বাই।