কিভাবে এক তরফা ভালোবাসাকে দুই তরপা করবেন
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। বন্ধুরা বিনাপানির পক্ষ্য হতে আমি সফিক আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা আলোচনা নিয়ে। বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো কিভাবে এক তরফা ভালোবাসাকে দু তরফা করবেন। বন্ধুরা এক তরফা ভালবাসলে কি হয়। আর কেন এই এক তরফা ভালোবাসা হয় তা হয়তো আমরা কমবেশি সবাই জানি। তাই আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনার এক তরফা ভালবাসাকে দু তরফা করবেন। বন্ধুরা অধিকাংশ ভালোবাসার শুরুটা কিন্তু এমন এক তরফা ভাবেই হয়ে থাকে। এমন খুব কম হয়েছে যে প্রথমেই কেউ মেয়েকে প্রপোজ করেছে আর মেয়ে রাজি হয়েছে। বন্ধুরা এই এক তরফা ভালবাসাকে দু তরফা করতে হলে আপনাকে যা করতে হবে তা হল তাকে ইমপ্রেস করতে হবে। সে যেন আপনার প্রতি আকৃষ্ট হয় এমন কিছু করতে হবে। তাই তাকে কিভাবে ইমপ্রেস করবেন তার কিছু স্টেপ আমি আপনাদের বলে দিব। তো চলুন জেনে নেওয়া যাক স্টেপগুলো।
স্টেপ নাম্বার ১: আই কন্ট্রাক্ট বা চোখাচোখি এর মানে হলো বন্ধুরা আপনি যাকে ভালবাসেন তাকে সরাসরি বলতে পারছেন না যে আপনি তাকে ভালবাসেন। সেটা হতে পারে আপনার এতোটা সাহস নেই বা তাকে বলার মতো এমন পরিস্থিতিও নেই। তাই আপনার এক তরফা লাভকে দুই তরফা করতে হলে তার সাথে আগে আপনাকে চোখাচোখি করতে হবে। আপনি তার দিকে তাকবেন বার বার যখন মেয়েটি আপনার দিকে তাকাবে তখন আপনি আপনার দৃষ্টি ফিরিয়ে নিবেন। তার যেনো এটা ফিল হয় যে আপনি তাকে দেখছেন। এতে মেয়েটি বুঝতে পারবে যে আপনি তাকে মনে হয় লাইক করেন এবং আপনাকে নিয়ে তার মনে ভাবনার একটা রাস্তা তৈরি হবে।
স্টেপ নাম্বার ২: কথা বলার সঠিক বাহানা। বন্ধুরা যখন মেয়েটির সাথে আপনার চোখাচোখি হচ্ছে তখন আপনার পরের কজ হলো তার সাথে কথা বলা। এখন আপনি তো আর সরাসরি গিয়ে বলতে পারছেন না যে হাই আমি অমুক আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। এজন্য আপনাকে তার সাথে কথা বলার জন্য সঠিক একটা বাহানা খুঁজে বের করতে হবে তারপর তার সাথে কথা বলতে হবে। বন্ধুরা বাহানা কিন্তু একদম জেনে হতে হবে নয়তো আপনার সব প্লান জলে যাবে। জেনুইন বাহানা বলতে যেমন: মেয়েটি আপনার ক্লাসমেট হলে তার থেকে নোট বুক চাওয়ার বাহানায় কথা বলতে পারেন বা মেয়েটি যদি আপনার প্রতিবেশী হয় তাহলে কোন সাহায্য চাওয়ার বাহানায় ও কথা বলতে পারেন।
স্টেপ নাম্বার ৩: নাম্বার চাইবেন না ফেসবুক আইডি চাইবেন। বন্ধুরা এখানেই হলো ছেলেদের প্রবলেম যে প্রথম দিন কথা বলতে না বলতেই ছেলোর মেয়েদের থেকে নাম্বার চেয়ে বসে। তো বন্ধুরা এমন কখনো করবেন না যদিও ৯৯% মেয়ে কখনো নাম্বার দিবে না। আর যদি কেই দিয়েও দেয় তাহলে দেখবেন যে সে পরে আর আপনার ফোন ধরছে না। এজন্য নাম্বার না চেয়ে তার থেকে ফেসবুক আইডি চাইবেন। এতে তার আপনার প্রতি ভালো ধারণা হবে। আবার এমন হতে পারে যে সে নিজে থেকেই আপনাকে তার নাম্বার দিয়ে দিবে। যদি আপনি তার ফেসবুক আইডি পেয়ে যান তাহলে কখনোই সাথে সাথে তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন না এবং মেসেজ করবেন না। ২ থেকে ১ দিন পর রিকুয়েস্ট পাঠান এবং মেসেজ করুন। আর হ্যাঁ যখনই আপনি তাকে মেসেজ করবেন কাজের কথাই বলবেন অন্য বাজে কথা বলবেন না।
স্টেপ নাম্বার ৪: বন্ধুরা এখন যখন আপনাদের মাঝে কথা হচ্ছে তো শুধু ফরমাল কথা গুলি বলুন কাজের কথা বলুন এবং এভাবেই কিছুদিন পার করুন। তারপর তার সাথে একটু হাসি ঠাট্টার কথা বলুন যাতে আপনার সাথে কথা বলতে তার ইন্টারেস্ট হারিয়ে না যায়। এজন্য আপনাকে মেয়েকে হাসাতে হবে কথা আছে না যে হেসেছে সে ফেঁসেছে। এজন্য আপনাকে মজার কথা বলতে হবে কিছু ফানি কথা বলতে হবে যেন মেয়েটা আপনার কথাই মজা পায় হাসে।
স্টেপ নাম্বার ৫: বন্ধুরা এখন যখন মেয়েটি আপনার বন্ধু হয়ে গেছে ভালো বন্ধু হয়ে গেছে। এখন আপনি তার সাথে হালকা করে ফ্ল্যাট করা শুরু করুন লাইন মারা শুরু করুন। তবে এখানে মনে রাখবেন যে শুরুতে তার সাথে ফ্ল্যাট একটু কম কম করবেন এবং চেক করবেন যে তার রেসপন্স কেমন মানে তার সারা কেমন এবং যখনি আপনি তার সাথে ফ্ল্যাট করবেন এটা মাথায় রাখবেন যেন অতিরিক্ত ফ্ল্যাটিং না হয় লাইন মারা যেন বেশি না হয়। মানে ৩০% ফ্ল্যাটিং করবেন এবং ৭০% ফানি কথা বলবেন মজার কথা বলবেন।
স্টেপ নাম্বার ৬: বন্ধুরা এখন যখন আপনাদের মাঝে কথা চলছে তো এখন আপনাকে তার সাথে ফোন কলে কথা শুরু করতে হবে। এতে করে আপনাদের মাঝের দুরত্বটা কেটে যাবে এবং আপনাদের মাঝে একটা বন্ডিং তৈরি হবে এবং এটা এমন হবে মেয়েটা আপনার সাথে কখা না বলে থাকতে পারবে না। তো এখন আপনাদের মাঝে এস এম এস এ কথা হয় ফোন কলে কথা হয় আপনি অনেক ফ্ল্যাটিং কথাও বলেন তো এবার আপনাকে একটা সুযোগের অপেক্ষায় থাকতে হবে। যখন আপনি বুঝতে পারবেন যে সে আপনার প্রতি ইমপ্রেস বা আপনাকে পছন্দ করে তখন সুযোগ বুঝে তাকে প্রপোজ করে দিন ব্যাস কাজ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় পরবর্তী আলোচনাতে আবারো কথা হবে। আলোচনাটি ভালো লেগে থাকলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন। টাটা।