এই Sms দিয়ে প্রপোজ করুন মেয়ে ১০০% রাজি হবেই
হ্যালো ফ্রেন্ডস দিন কাল কেমন কাটছে সবার। যেমনি কাটুক না কেন আশা করি আজকের পর থেকে সবার দিন অনেক ভালো এন্ড মাস্তিতে কাটবে। কেননা আজ বিনাপানিতে আমি সফিক এমন কিছু স্পেশাল মেসেজ নিয়ে হাজির হয়েছি যা আপনি পছন্দের মানুষটিকে করলে সে ১ টি মেসেজেই আপনার প্রেমে পড়ে যাবে এবং আপনাকে আই লাভ ইউ বলবে। চলুন তাহলে মেসেজগুলি দেখে নেওয়া যাক।
মেসেজ নাম্বার -১: তুমি সব সময় আমার নি:শ্বাসের বাতাসে মিশে আমার প্রতিটি নি:শ্বাসে আমার বুকে আসা যাওয়া করো তুমি। যেদিন আমি তোকে দেখতে পাইনা সেদিন সত্যিই আমি কেমন জানি পাগল হয়ে যাই। তোমার জন্য আমার হৃদয় স্পন্দিত হয়ে যায়। স্পন্দিত হৃদয়টা যেন বার বার তোমাকে একটা কথায় বলতে চায় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি।
মেসেজ নাম্বার -২: আমার পুরো দুনিয়া জুড়ে সবখানে তোমার বসবাস। তোমাকে ছেড়ে তোমার থেকে দূরে আমি কি করে যাবো। যেখানেই যাই না কেন সেখানেই তো তোকেই পাবো। যখন তোমাকে দেখি তখন মনে হয় আমার পুরো দুনিয়াটা যেন ঘোরে আর আমি দাঁড়িয়ে থাকি। কিন্তু আমার পায়ের নিচের জমিন চলতে শুরু করে। আমি তোমার মাঝে হারিয়ে গেছি যদি কখনো তোমার মাঝে আমার সন্ধান পাও তো আমাকে জানিও অপেক্ষায় রইলাম ভালোবাসার পতাকা হাতে দাঁড়িয়ে। মেসেজটি পাওয়ার পর মেয়েটি সাথে সাথে কোন রিপ্লাই দিতে নাও পারে কিন্তু পরবর্তীতে মেয়েটি আপনার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠবে এবং আপনাকে ভালোবাসার কথাটি জানিয়ে দিবে।
মেসেজ নাম্বার -৩: তোমাকে দেখার পর থেকে খোদার কাছে যতো বার দোয়া চেয়েছি প্রতিটি দোয়াতে শুধু তোমাকেই চেয়েছি। আমার প্রতিটি নি:শ্বাসের মাঝে শুধু তোমাকেই পাই। ধিরে ধিরে আমি কখন যে তোমার এতো কাছে এসেছি আর কখন যে আমার হৃদয়টা তোমার হৃদয়ের সাথে বেঁধে দিয়েছি বুঝতেই পারিনি। তাই তুমি চাইলে তোমার হৃদ মাজারে আমার এই বাধিত হৃদয়টাকে বেঁধেই রাখতে পারো। এই মেসেজটি আপনার গার্লফ্রেন্ডকে করলে সে আবার নতুন করে আপনার প্রেমে পড়ে যাবে।
মেসেজ নাম্বার -৪: পৃথিবীর সকল সৌন্দর্য তোমার কাছে তুচ্ছ গরমের দিনে তুমি সন্ধ্যা গভীর জঙ্গলের মাঝে তুমি রোদ্র। যতো ঋতু আছে সব ঋতু তোমার থেকে সৌন্দর্য ধার করেছে। তাই তোমার এই সৌন্দর্যের ছোয়া পেতে আমি আমার জীবনটাও বাজী রাখতে প্রস্তুত। মেসেজ পাওয়ার পর মেয়েটি আপনার ভাবনাই পরে যাবে যা আপনার জন্য পজেটিভ। ভাবনা চিন্তা বাদ দিয়ে আপনি যদি মেয়ে পটাতে চান তাহলে বিনাপানির সঙ্গে থাকুন এবং আমাদের নতুন নতুন আলোচনা সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
মেসেজ নাম্বার -৫: প্রতি সন্ধ্যায় আমার চোখের মাঝে তোমার আঁচল উড়ে প্রতি রাতে তোমার প্রতিচ্ছবিগুলো আমার হৃদয়ে ভাসে। দু চোখ বন্ধ করলে যেন তোমার মাঝেই হারিয়ে যায় বার বার ফিরে আসতে চাইলেও যেন তোমার পানেই ফিরে চাই। এভাবেই তোমার ভালোবাসা কাছে টানে ক্ষণে ক্ষণে আমার ভাবনা জুড়ে শুধুই তুমি তুমিই আছো এই মনে। এভাবে ইনডাইরেকলি আপনি আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা জানিয়ে দিতে পারেন।
মেসেজ নাম্বার -৬: যখন আমি কারো সাথে মনের কথাগুলো শেয়ার করার কথা ভাবি তখন তোমার কথাটায় আগে মনে পড়ে। তুমি কি জানো তোমাকে কতো ছেলে পছন্দ করে? মেয়ে: কেন অনেক ছেলেই তো আমাকে পছন্দ করে। আপনি: শত শত ছেলে তোমার প্রেমে পড়ে গেছে কিন্তু কেউ তোমার সামনে দাঁড়িয়ে বলতে সাহস পায়না। তার মধ্যে আমিও উন্যতম একজন। এই মেসেজটি আপনি আপনার বান্ধবী বা ক্লাস ফ্রেন্ডকে প্রোপজ করতে পাঠাতে পারেন। কোন মেসেজটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আবারো কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।