এই ৫টি কাজের কথা মথায় রাখুন গার্লফ্রেন্ড জিবনেও রাগ করবেনা 

এই ৫টি কাজের কথা মথায় রাখুন গার্লফ্রেন্ড জিবনেও রাগ করবেনা 

ওয়েলকাম ব্যাক, হাই গাইস, কেমন আছেন সবাই? বন্ধুরা আজকে আমরা আপনাদের এমন কয়েকটা কাজের কথা বলবো যেগুলো করলে ‍শুধু গার্লফ্রেন্ড নয় যে কোন মানুষ আপনার উপর রেগে যাবে আপনার উপর বিরক্ত হবে। তবে আপনি যদি ইচ্ছে করে কাউকে রাগাতে চান তাহলে এগুলো করতে পারেন সেটা আলাদা কথা। বাট ভদ্রভাবে সবার সাথে চলাফেরা করতে এই কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। মূল কথা শুরু করবো তবে তার আগে আপনারা তো জানেনই আমরা কি করতে বলবো। জি হ্যাঁ বন্ধুরা শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। এইবার আসি কাজের কথায়। 

১। ফোন নিয়ে ব্যাস্ততা দেখানো: বন্ধুরা আমরা কিন্তু সচরাচর অনেকেই অনেক সময় এমনটা করে থাকি যে আমরা কারো সাথে কথা বলছি অথবা কারো কথা শুনছি তখন দেখা যায় যে ফোন নিয়ে ব্যস্ত থাকি। হয়তো গেম খেলছি অথবা ভিডিও দেখছি বা কাউকে মেসেজ করছি। আর তখন তার কথা বলা শেষ তখন তাকে আবার জিজ্ঞেস করি যে কি বললেন? এটা কিন্তু খুব বিরক্তিকর একটা ব্যাপার। যখন কোন মানুষের সাথে কথা বলার সময় অথবা কারো কথা শোনার সময় এরকম ব্যস্ততা দেখাবেন তখন আপনার সামনের লোকটি সে আপনার গার্লফ্রেন্ড হোক অথবা ফ্রেন্ড আপনার উপর বিরক্ত হতে একটুও দ্বিধা করবে না। এজন্য যে কারো সামনে কথা বলার সময় অথবা কথা শোনার সময় ফোন নিয়ে ব্যস্ত থাকবেন না।

২। অন্য সাধারণ কোন মেয়ের প্রশংসা করা: বন্ধুরা আপনি যখন কোন একটা মেয়ের সাথে থাকবেন সে আপনার গার্লফ্রেন্ড হোক অথবা আপনার ক্লোজ ফ্রেন্ড হোক তার সামনে যখন অন্য কোন সাধারণ মেয়ের প্রশংসা করেন। তখন আপনার এই কাজটিতে আপনার সামনে থাকা মানুষটির মনে একটা বিরক্তিকর ভাব আসে। বন্ধু আমি সাধারণ মেয়ে বলতে বুঝিয়েছি যারা সেলিব্রিটি নয় যারা মিডিয়া জগতের কেউ না বা ভাইরাল কেউ না। আপনার সামনে যে মেয়েটি আছে তার মতোই সাধারণ অর্ডিনারি একটা মেয়ে তার প্রশংসা মেয়েটির সামনে করা এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এতে মেয়ে অনেক রেগে যায়। এজন্য কোন মেয়ের মনে রাগ এর জন্ম দিতে না চাইলে তার সামনে অন্য কোন মেয়ের যেকোন বিষয় নিয়ে কোন ধরণের প্রশংসা করবেন না। আর হ্যাঁ বদনামও করবেন না। আপনাকে অন্য কোন মেয়ের ব্যাপারে কিছু বলার দরকার নেই। আপনি তার ব্যাপারে বলুন যে আপনার সাথে আছে। 

৩। সব সময় গা ঘেঁষে বসার চেষ্টা করা: বন্ধুরা আমরা কিন্তু সব সময় মেয়েদের সঙ্গম পছন্দ করি এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আপনি আপনার কোন ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে সঙ্গ দিচ্ছেন। তখন সব সময় তার গা ঘেঁষে বসার চেষ্টা করা তার গায়ে হেলানি দেওয়ার চেষ্টা করা। আপনারা হাঁটু তার হাঁটুর উপর উঠায় দিয়ে বসা এগুলো খুব খুব বাজে একটা কাজ। কেউ আপনাকে ভালোবাসে তার মানে এই নয় যে তার কোন ইচ্ছা বা ভালো লাগা নেই। গায়ে পরা স্বভাবের ছেলেদের মেয়েরা কখনোই জীবনসঙ্গী করতে চায় না। এজন্য গায়ে পরা স্বভাবের হবেন না। 

৪। স্পেশাল দিনগুলো স্মরণ না রাখা বা সেগুলো পালন না করা: বন্ধুরা আপনার গার্লফ্রেন্ড সেই সময় খুব বেশি রেগে যায় যখন আপনি আপনাদের বিশেষ দিনগুলোর কথা মনে রাখেন না বা সেগুলো পালন করেন না। যদি ছেলেদের জন্য এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট মেয়েরা আমাদের ব্যাপারগুলো কখনোই বোঝেনি আর এখনও বোঝে না আর এজন্যই যতো ঝামেলা। এজন্য আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বান্ধবীকে রাগাতে না চাইলে আপনার বিশেষ বিশেষ দিনগুলো স্মরণ রাখতে হবে পালন করতে হবে। বিশেষ বিশেষ দিন মানে যেমন ধরুন: আপনারা প্রথম কবে দেখা করেছিলেন, প্রথম কবে আই লাভ ইউ বলেছেন মেয়ের জন্মদিন কবে ১৪ই ফেব্রুয়ারী ইত্যাদি। এই বিশেষ বিশেষ দিনগুলোর কথা আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেগুলো পালন করতে হবে। নইলে আপনার গার্লফ্রেন্ড বোম হয়ে আপনার উপর ফেটে যেতে পারে খেয়াল রাখবেন।

৫। বেশি বেশি অর্ডার করা: বন্ধুরা আপনি যদি কোন মেয়েকে ভালোবাসেন এটা ভালো কথা তাকে ভালবাসেন তার কেয়ার করেন। কিন্তু এতোটা কেয়ার করবেন না যাতে আপনার কথাগুলো তার কাছে আদেশ বলে মনে হয়। কারণ যে কোন মানুষ নিজের মতামতকে পছন্দ করে কারো আদেশ বা হুকুম মানতে কেউ পছন্দ করেনা। এজন্য তাকে বেশি বেশি বলা যে এটা করা যাবে না এটা কেন করেছো ওটা কেন করলে না এটা এখনই করো ইত্যাদি। এমন আদেশমূলক যত্নতে মেয়ে অনেক রেগে যাবে ইরিটেট হয়ে যাবে এজন্য বি কেয়ারফুল। গাইস আজকের আলোচনা এই পর্যন্তই। জানিনা আপনাদের আলোচনাটি কেমন লেগেছে। একটু ব্যস্ততার মাঝে সময় কাটছে আমাদের তো বন্ধুরা নেক্সট আলোচনাতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন। টাটা। 

Related posts

Leave a Comment