এই পামগুলো মেয়েদের মারুন আর ম্যাজিক দেখুন মেয়ে বেলুনের মত ফুলে যাবে

এই পামগুলো মেয়েদের মারুন আর ম্যাজিক দেখুন মেয়ে বেলুনের মত ফুলে যাবে

হাই গাইস, দিস ইস সফিক ফ্রম বিনাপানি ওয়েব সাইট। বন্ধুরা আজ আমি আপনাদের কিছু প্রশংসা শিখিয়ে দেবো। পাম বলতে পারেন প্রশংসা বলতে পারেন যেগুলো কোন মেয়ের উপর বা মেয়ে হলে ছেলের উপর ট্রাই করতে পারেন। তাকে পাম দেওয়ার জন্য বা তাকে ফুলানোর জন্য। তো বন্ধুরা কাউকে পাম মারার সময় বা কাউকে প্রশংসা করার সময় আপনাকে সব সময় একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো আপনি তাকে যেই প্রশংসাটি করবেন সেটা জেনো বাস্তব মুখী হয় বা রিলেটেট কিছু হয়। যেকোন ব্যক্তির চোখ চেহারা হাসি কথা বলার ধরণ চুলের স্টাইল এবং পোষাক এই বিষয়গুলো নিয়েই আপনি যেকোন মানুষকে যে কোন সময় পাম মারতে পারেন যেকোন কথা দিয়ে। তাহলে সামনের ব্যক্তি আপনার কথা বিশ্বাস করবে এবং আপনার কথায় ফুলে উঠবে। তাহলে চলুন মূল কথায় যাওয়া যাক।

নাম্বার -১: আপনি কি জানেন? আপনার যেকোন সময় যেকেনো মুহূর্তে জেল জরিমানা হয়ে যেতে পারে? এমন মায়াবিনি হরিণী হৃদয় করা চোখ দুটো দেখে মনে হচ্ছে যে, যে কোন সময় যে কেউ খুন হয়ে যেতে পারে। সাবধান থাকবেন পারলে চোখে কালো গ্লাস পড়ে ঘুরবেন। সত্যি বলছি আপনার চোখ দুটো অসম্ভব সুন্দর। ইস! আমারও কি ভালো লাগছে যাকে বলবেন তাকেও অবশ্যই ভাল লাগবে। 

নাম্বার -২: আচ্ছা! আপনাদের বাড়িতে কি জাদুর কোন জিন বা পরী আছে? আপনি যে বিশ্বের সেরা সুন্দরী এমন কিন্তু না। বাট আপনার চোহারা দেখলে কেন জানি পা আর নড়তে চায়না। চোখ আর পলক ফেলতে চায় না। মন আর অন্য কিছু ভাবতে চায় না মাথায় আপনার ছবি ছাড়া আর কিছুই ঘোরাফেরা করে না। এটা কেন হয়? আই এম সিওর আপনার সাথে যাদুর কিছু আছে। যদি কোনো মেয়েকে এই কথা বলেন তাহলে পরীর কথা বলবেন আর ছেলেকে বলার সময় জিনের কথা বলবেন। 

নাম্বার -৩: আপনার কপালটা সামান্য একটু খারাপ। কারণ আপনি যে ড্রেসটা পড়ে আছেন সেই ড্রেসটার মালিকের সাথে আপনার দেখা হয় নি কখনো। যদি এই ড্রেসের মালিক মানে যে বানিয়েছে সে যদি আপনাকে এই ড্রেসটা পড়া দেখে তাহলে আমার মনে হয় আপনাকেই এই ড্রেসের মডেল বানাইতো। সত্যি বলছি পাম মারছি না এই ড্রেসটাতে আপনাকে অসম্ভব অস্থির সুন্দর লাগতাছে। বন্ধুরা মেয়ে কোন ভাল ড্রেস পড়ে থাকে বা ছেলে কোন ভাল ড্রেস পড়ে থাকে তাহলে কিন্তু এই প্রশংসাটি করবেন অন্য যেকোন কোন ড্রেস পড়ে থাকলে যদি এই ডায়লগটি মারেন তাহলে ধরা খেয়ে যাবেন। 

নাম্বার -৪: শুনেছি যে কবিরা যখন কোন কিছুকে দেখতো দেখার পর সেটার ওপর কবিতা লিখতো। তো আমি শিওর যে কোন কবি যদি আপনাকে দেখে তাহলে তার লাইফে আর কোন কিছু দেখার প্রয়োজন পড়বে না। আপনাকে দেখে লিখতে লিখতে হাজারো কবিতা লেখা হবে তবুও তার লেখা শেষ হবে না। সত্যি আপনাকে দেখে তো আমি আপনার ফ্যান হয়ে গেলাম। বন্ধুরা আমি সব জায়গায় আপনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পজিশন অনুযায়ী তুমি ব্যবহার করবেন। তো পরের আলোচনাতে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই। 

Related posts

Leave a Comment