এই ঈদের সেরা এসএমএস ২০২১

এই ঈদের সেরা এসএমএস ২০২১

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা এই ঈদের খুশিতে আপনার জন্য স্পেশাল এস এম এস নিয়ে বিনাপানিতে আমি সফিক আপনাদের সাথে হাজির হয়েছি। বন্ধুরা আপনি আপনার পছন্দের বা কাছের মানুষকে এই এস এম এস গুলোর মাঝে যেটা ভালো লাগে সেটা ঈদের আগে সেন্ড করতে পারবেন। আপনাদের জন্যই খুব যত্নে এই এস এম এস গুলো লেখা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন এস এম এস গুলো।দ

মেসেজ নাম্বার-১: জানো আজ মেঘ ছিল আকাশে ছিল না কোনো তারা সবাই বলেছে ঈদ হবে না চাঁদের মুখ ছাড়া। সবার ঈদ হবে আকাশে তাকিয়ে আর আমার ঈদ হবে তোমায় দেখে। তাইতো তোমায় করছি আমন্ত্রণ আমার খুশির দাঁড়ে। কারণ তুমিই তো আমার চাঁদ তাই তোমায় না দেখে আমার ঈদ হবে কেমন করে? ঘর থেকে যেন বাহিরে না যাও চান্দ রাইতের আগে। কারণ তোমায় দেখে সবাই ভুল করে রোজা ভাঙতে পারে। ***ঈদ মোবারক***

মেসেজ নাম্বার-২: যখনি তোমার কথা মনে পড়ে মনে হয় আর কোন সুখের প্রয়োজন নাই আমার সব সুখ পূর্ণ হয়ে যায় যখন তোমায় একটু দেখতে পাই। সমুদ্রের মত গভীর ওই দুটি নয়নে যখনই আমি তাকাই মনে হয় যেনো পরীর দেশে উড়ছি আমি ভর করে আমার ডানায়। মাধবী লতার মত লম্বা বেণির দীঘল কালো কেশ উপমাতে নাই বর্ণনা উপায় হল শেষ। তোমায় দেখামানেই ঈদের খুশি যতটা মনে লাগে সে খুশি কে দ্বিগুণ করতে তোমায় দাওয়াত করলাম আগে। ***ঈদ মোবারক***

মেসেজ নাম্বার-৩: ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তোমায় নিয়ে আজ আমি হবে ভিনদেশী। চাঁদের দেশে তোমায় নিয়ে করব মজা মস্তি তুমি যদি না আসো পাবে কিন্তু শান্তি। *** অগ্রীম ঈদ মোবারক মাই জানু***

মেসেজ নাম্বার-৪: সুখের একটা অন্ত নহর বয়ে যাক তোমার মনে তোমার সুখে পড়শীর যেন ঈর্ষার আগুনে জলে। ঈদের মতো খুশির মুহূর্ত আসুক ক্ষণে ক্ষণে। আমার দোয়ার খাতায় তোমার নামটা সবার আগে লেখা রূপকথার রাজা যেন দেয় তোমায় রোজ দেখা। খুশির জোয়ারে ভরে জাক তোমার হৃদয় বিদারক আমার মনের গহীন থেকে জানাই তোমায় ঈদ মোবারক..। বন্ধুরা আজকের মত এখানেই বিদায় দোয়া করি আপনার ঈদ স্পেশাল মানুষটির সাথে কাটুক। ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা।  

Related posts

Leave a Comment