আপনার পছন্দের মানুষ কি আপনাকে ভাইয়া বলে!
হ্যা বন্ধুরা সবাই কেমন আছেন? বিনাপানির পক্ষ্য হতে আমি সফিক হাজির হয়েছি নতুন একটি আলোচনা নিয়ে। বন্ধুরা আজকের আলোচনায় আমি আলোচনা করবো মেয়েদের ভাইয়া বলার বিষয় নিয়ে। বন্ধুরা এমন অনেকের সাথে অনেকবার হয়েছে যে আপনি যাকে পছন্দ করেন বা যাকে নিয়ে মনে মনে অনেক কিছু ভাবেন সে আপনাকে ভাইয়া বলে ডাকে। আর এটা শুনলেই আপনার মাথা গরম হয়ে যায়। কিন্তু যাকে আপনি লাইক করেন সে যদি আপনাকে ভাইয়া বলে তাহলে সোজা বলিজায় গিয়ে লাগে। তো বন্ধুরা টেনশনের করার কিছু নাই আমি আপনাদের বলে দিচ্ছি যে মেয়েরা কেন ভাইয়া বলে এবং ভাইয়া বললে আপনি কি বলবেন বা কি করা উচিত। তো চলুন দেখে নেওয়া যাক কারণগুলো।
কারণ নাম্বার ১। এটা তার অভ্যাস। বন্ধুরা সর্বপ্রথম কারণ হচ্ছে যে হতে পারে এটা মেয়ের অভ্যাস যে সে যে কোন ছেলেকে ভাইয়া বলে ডাকে। প্রতিটা কথায় ভাইয়া প্রতিটা কাজে ভাইয়া এটা তার একটা অভ্যাস হয়ে গেছে। এখন অভ্যাস তো আর সহজে পরিবর্তন করা যায় না তাই না? তাই হয়তো সে আপনাকে ভাইয়া বলে ডাকে। তো বন্ধুরা এর কি সমাধান কি বলতে হবে তা আমি আপনাদের সামনে গিয়ে বলবো। এজন্য আপনাকে আলোচনাটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়তে হবে। তো চলুন পরের কারণে যাওয়া যাক।
কারণ নাম্বার ২: আপনাকে পছন্দ করে তাই বিরক্ত করার জন্য বলে। জি হ্যাঁ বন্ধুরা কখনো এমন হয় যে মেয়েটি যে কোনো ভাবে জানতে পারে বা বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন। তাই ইচ্ছে করে আপনাকে ভাইয়া বলে যেন আপনি বিরক্ত হন। আর নিজের মুখে স্বীকার করেন যে আপনি তাকে পছন্দ করেন বা আপনাকে বিরক্ত করে সে আপনাকে মজা পায়। আর বন্ধুরা আমরা মজা সেই জিনিসটাতেই পাই যেটা ভালো লাগে।
কারণ নাম্বার ৩: আপনার থেকে ছোট। বন্ধুরা আপনি যাকে পছন্দ করেন সে যদি আপনার থেকে ছোট হয় তাহলে তো ভাইয়া ভাইয়া বলা ছাড়া তার কাছে আর কোন অপশনই নেই। হ্যাঁ নাম ধরে ডাকতে পারে বাট তাতে যদি আপনি তাকে ঝাড়ি মারেন যে আমি তোমার সিনিয়ার আর তুমি আমায় নাম ধরে ডাকছো? তখন সে কি করবে? সে তো আর আপনার মনের কথা জানে না যে আপনি তাকে পছন্দ করেন। তাই সে আপনাকে ভাইয়া বলে ডাকে। তো বন্ধুরা ১, ২ এবং ৩ নাম্বার কারণ এর সমাধান হল যে আপনি তাকে সুন্দরভাবে ডেকে ভালো করে বুঝিয়ে বলুন যে আমায় ভাইয়া বলে ডাকো কেনো? আমার নাম ধের ডাকবে। আর যদি আপনার তার সাথে মজা করার মত জায়গা তৈরি হয় তাহলে বলবেন যে এখন থেকে আমার কাছে ভাইয়া মানে না অন্য কিছু। এখন তুমি যদি আমায় অন্য কিছু ভাবো তাহলে ভাইয়া বলে ডেকো ব্যাস আপনার কাজ শেষ। আপনার ইশারা সে ঠিকই বুঝে যাবে যদি সে আপনাকে পছন্দ করে তাহলে ভাইয়া বলবে। আর যদি পছন্দ না করে তাহলে প্রয়োজন ছাড়া আপনার সাথে কথাই বলবে না। এবার চলুন পরের কারণে যাওয়া যাক।
কারণ নাম্বার ৪: বন্ধুরা যখন কোন সম্পর্ক শুরু হয় মানে আপনি যখন কোন একটি মেয়েকে পছন্দ করা শুরু করেছেন এবং মেয়েটারও আপনাকে পছন্দ হয়েছে তখন কিন্তু আপনারা দুজনেই চাইবেন যে আপনাদের সম্পর্কটা যেন লুকিয়ে থাকে। কারণ হয় কি যে আপনার বন্ধুরা যদি জানে যে আপনি তাকে পছন্দ করেন তাহলে তাকে সবার সামনে ভাবি বলে ডাকবে। আর বান্ধবীরা যদি জানে যে সে আপনাকে পছন্দ করে তাহলে তার বান্ধবীরা আপনাকে জিজু বলে ডাকবে। তাই তারা যেন কেউ না বুঝতে পারে এজন্য মেয়েটি আপনাকে সবার সামনে ভাইয়া বলে ডাকে আর আপনি যেহেতু এ ব্যাপারটি জানেন না এজন্য আপনার মাথা গরম হয়। তো বন্ধুরা মাথা গরম না করে এর সমাধান শুনুন যে কি করতে হবে। বন্ধুরা এমন সমস্যা হইলে আপনাকে কয়েকদিন তার সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে। তার আশেপাশে ঘোরাঘুরি করা বন্ধ করে দিতে হবে। জাস্ট কয়েকটা দিন বা এক সপ্তাহ তারপর সবাই এমনি ঠান্ডা হয়ে যাবে। আর আপনারা প্রেমের সাগরে ডুরে থাকবেন।
কারণ নাম্বার ৫: মেয়েটার বয়ফ্রেন্ড আছে বা আপনাকে তার ভালো লাগে না। এজন্য আপনাকে ভাইয়া বলে যাতে আপনি তার সামনে এগোতে না পারেন। তো বন্ধুরা এখানে আপনি বলতে পারেন যে যদি তাই হয় তাহলে সরাসরি বললেই তো হয় যে আমার বয়ফ্রেন্ড আছে বা আপনাকে ভালো লাগে না। তো বন্ধুরা এখানে আপনাদের বলে রাখি যে মেয়েরা মিষ্টি সুরে আপনাকে যখন বেশি বেশি ভাইয়া ভাইয়া বলে তখন তাদের উদ্দেশ্য হল যে তারা শুধু আপনার থেকে তার কাজ করে নেবে। আপনাকে দিয়ে এটা করাবে ওটা করাবে আর মিষ্টি করে বলবে ভাইয়া আপনি না খুব ভালো। আপনাকে না আমার খুব ভালো লাগে। আর তার এসব মিষ্টি কথা শুনে যখনই আপনি আপনার মনের কথা বলতে যাবেন। তখনই বলবে আমার বয়ফ্রেন্ড না ঠিক আপনার মতই তো নিন এবার হয়ে গেল তো আপনার ইজ্জতের ফালুদা। বন্ধুরা এর সমাধান একটাই তা হলো আপনি নিজে সজাগ হউন এবং যত তাড়াতাড়ি সম্ভব এমন মেয়ে থেকে ১০০ হাত দূরে থাকুন। তো বন্ধুরা এই ছিল আমাদের ভাইয়া বলার কাহিনী। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন একটা আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ আলোচনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে বাই বাই।