আপনার গার্লফ্রেন্ড অন্য করো সাথে প্রেম করে কিনা ২মিনিটে তা ধরে ফেলুন
হাই বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা আজ আমি আপনাদের এমন কয়েকটা লক্ষণ বলে দিবো। যেই লক্ষণগুলো আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার হবু গার্লফ্রেন্ডের মধ্যে দেখতে পেলে বুঝে নিবেন যে সে অন্য কারো প্রেমে পড়েছে বা অন্য কাউকে লাভ করে অথবা আপনার সাথে ব্রেকআপ করতে চায়। বন্ধুরা চিরকুট পরিবার থেকে আমি সফিক আজ আপনাদের সাথে আছি। বন্ধুরা লক্ষণ গুলো খুবই জরুরী আপনি যদি জানতে চান আপনার গার্লফ্রেন্ড এর ব্যাপারে। তাহলে অবশ্য অবশ্যই আপনাকে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে লক্ষণগুলো জেনে নেওয়া যাক।
১ নাম্বার লক্ষণ: কথা বলার সময় তাড়াহুড়া করবে। বন্ধুরা যদি আপনি দেখেন যে আপনার গার্লফ্রেন্ড কথা বলার সময় খুব তাড়াহুড়া করছে যা সে আগে কখনো করতো না। তাড়াহুড়া মানে হল যে না তো সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে আর না তো সে মন থেকে কিছু বলছে। এমন একটা ভাব দেখাচ্ছে যেন সে চুলায় ভাত বসিয়ে রেখে দুই কিলো দূরে এসেছে। যে যদি তাড়াতাড়ি না যায় তাহলে ভাত পুড়ে যাবে। অথবা আপনি খুব ইম্পরট্যান্ট কোন কথা বলছেন আর তার মন আপনার কথার দিকে নেই। আপনি যখন তাকে প্রশ্ন করছেন তখন সে বলছে? কি বললা বুঝি নাই। যদি এমন অবস্থা দেখেন তাহলে চুপ করে বসে না থেকে তার ব্যাপারে খোঁজ খবর নিন। নইলে হুট করে শুনবেন যে আপনার গার্লফ্রেন্ড অন্য জনের সাথে রিলেশন করে।
২ নাম্বার লক্ষণ: সহজে দেখা করতে চাইবে না। আগে আপনার সাথে দেখা করার জন্য মেয়ে পাগল ছিল। সে বারবার আপনাকে দেখা করার কথা বলতো। আর এখন আপনি যখন বলছেন দেখা করার কথা তখন তার কোন খবরই নেই। আপনি বারবার জেদ করছেন কিন্তু সে দেখা করতে চাচ্ছে না। আজ দেখা করবে কাল দেখা করবে বিভিন্ন রকম বাহানা করে আপনার সাথে আর দেখাই করছেনা। তো বন্ধুরা বুঝে নিন যে তার মধ্যে ঘাপলা শুরু হয়েছে। তাই নিজের থেকে খোঁজ নিন যে আসলে সত্যিটা কি? যদি কোন সমস্যা খুঁজে না পান তাহলে বুঝে নিন কথাও এটাই।
৩ নাম্বার লক্ষণ: নানা রকম বাহানা দেখাবে অছিলা দেখাবে। বন্ধুরা বাহানা দেখাবে মানে হল যে আপনি যখন তার সাথে কথা বলতে চাইবেন সে কথা বলবে না। আপনাকে বিভিন্ন রকম বাহানা দেখাবে এই সমস্যা ওই সমস্যা। আবার যদি দেখা করতে বলেন তাহলেও বলবে দেখা করা যাবে না এই সমস্যা ওই সমস্যা। অথবা যদি কোন বান্ধবীর হাতেও কোন খবর পাঠান তাহলে বলবে এই সমস্যা ওই সমস্যা। মোটকথা সব সময় তার কোন না কোন সমস্যা আপনার জন্য তৈরি থাকবেই। মানে বাহানা করছে আপনার সাথে। তো বন্ধুরা এমতো অবস্থায় দেরি না করে খুঁজে বের করুন যে আসলেই কোন সমস্যা? নাকি আপনার সাথে বাহানা করছে। তারপর আপনি নিজেই বুঝবেন যে কি করতে হবে।
৪ নাম্বার লক্ষণ: সহজে আপনার কল বা এস এম এস এর রিপ্লই করবেনা। বন্ধুরা আপনার গার্লফ্রেন্ড যদি অন্য কারো প্রেমে পড়ে অথবা আপনার সাথে ব্রেক আপ করতে চায়। তাহলে এটা একটা অন্যতম লক্ষণ যে আপনি কল দিচ্ছেন সে কল রিসিভ করবে না। আপনার মিসকল উঠে থাকলো অথচ সে আপনার কল ব্যাক করবে না। অথবা আপনি এস এম এস করলে আপনার এস এম এস এর সহজেই রিপ্লাই করবে না। ৫টা এস এম এস আপনি করবেন আর সে একটা এস এম এস এর রিপ্লাই করবে। তাও আবার কি বলবে জানেন যে ব্যস্ত আছি পরে কথা বলি। তো বন্ধুরা যদি এরকম অবস্থা আপনার গার্লফ্রেন্ডের হয় তাহলে দ্রুত সম্ভব আপনি খোঁজ খবর নিন। যে আসলে সে কেন আপনার ফোন ধরছেনা কেন আপনার এস এম এস এর রিপ্লাই করছে না। অথবা আপনার উপর রাগ করেছে কি না? তাহলেই বুঝবেন আসল ঘটনা কি?
৫ নাম্বার লক্ষণ: অকারনে ঝগড়া করবে। বন্ধুরা এই লক্ষণটি খুবই জরুরী এজন্য আপনার গার্লফ্রেন্ড এর মধ্যে খুব ভালো করে খেয়াল করবেন যে সে আপনার সাথে অকারণে ঝগড়া করছে কিনা। কোন দোষ করেন নি অথচ সে আপনার উপর অকারণে রাগ দেখাচ্ছে। ছোট থেকে ছোট কোন কথা নিয়ে আপনার সাথে ঝগড়া করছে। অকারণে ঝগড়া করছে। যদি আপনি ভালো কথাও বলছেন সেটাও সে খারাপ মনে করে সেটা নিয়ে ঝগড়া করছে। তাহলে আর দেরি না করে বুঝে নিন যে এই মেয়ের সাথে আপনার ফিউচার আর এগোবে না।
৬ নাম্বার লক্ষণ: আপনি রাগ বা অভিমান করলে তার কোন গুরুত্বই দিবে না। বন্ধুরা রিলেশনের মধ্যে সবচাইতে মজার যে বিষয়টা সেটা হলো যে একজন যদি রাগ করে তাহলে অন্যজন সে রাগটা ভাঙ্গানোর চেষ্টা করে। একজন অভিমান করলে অন্যজন তার অভিমান ভাঙ্গানের চেষ্টা কর খুব মজার একটা ব্যাপার। কিন্তু আপনার গার্লফ্রেন্ড যদি এরকম না করে। মানে আপনার রাগ বা অভিমানে তার কিচ্ছু যায় আসে না এমন একটা পরিস্থিতি। তাহলে বন্ধু এমন দুষ্টো গরু রেখে কি করবেন যে দুধ না দেয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে ভালো মন্দ বোঝান অথবা তার কাছ থেকে দূরে চলে আসুন। সে নিজে আপনাকে কিছু বলার আগেই আপনি খুঁজে বের করুন তার প্রবলেম কি? তাহলেই সব বুঝে জাবেন। বন্ধুরা আপনি যদি মনে করেন যে আপনার গার্লফ্রেন্ড ন্যাচারালি এরকম শুরু থেকে এ রকমি করে আসতেছে এটা নতুন কিছু না। তাহলে বলবো বন্ধু আপনি খুব খারাপ অবস্থায় আছেন। আপনার জীবন মেয়েটি শেষ করে ফেলবে। তাই যত দ্রুত সম্ভব এমন মেয়ে থেকে দূরে থাকুন। আর কোন ধরণের মেয়েদের থেকে দূরে থাকতে হবে কোন ধরনের মেয়ে থেকে ১০০ হাত দূরে থাকবেন। এই নিয় আমাদের একটা আলোচনা আছে আপনি চাইলে সেটা পড়তে পারেন আপনার কাজে আসবে। বন্ধুরা আমরা খুব পরিশ্রম করে আপনাদের জন্য আলোচনা তৈরি করি। বাট আপনারা যদি কমেন্ট শেয়ার না করেন তাহলে খুবি খারাপ লাগে। এজন্য আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন গুডবাই।